বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অর্থনৈতিক পুুনরুদ্ধারে জনগণের পেছনে বিনিয়োগ করুন

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক পুুনরুদ্ধারে জনগণের পেছনে বিনিয়োগ করুন

ড. আতিউর রহমান

দেশের যথাযথ অর্থনৈতিক পুুনরুদ্ধারের জন্য জনগণের পেছনে বিনিয়োগ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান। তিনি বলেছেন- মহামারীজনিত অর্থনৈতিক স্থবিরতা থেকে কার্যকরভাবে ঘুরে দাঁড়াতে জনগণের পেছনে বেশি বেশি বিনিয়োগ দরকার। গতকাল ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- ডিসিসিআই আয়োজিত ওয়েবিনারে বিশেষ আলোচকের বক্তব্যে এ পরামর্শ দেন অধ্যাপক ড. আতিউর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। আলোচক হিসেবে আরও বক্তব্য দেন- পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান ইসলাম। আরও বক্তব্য দেন- ডিসিসিআই সাবেক সভাপতি আবুল কাসেম খান, ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান বলেন- আগে থেকেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ডিজিটাইজেশনে পর্যাপ্ত বিনিয়োগ করায় করোনাকালে বাংলাদেশের অর্থনীতি তুলনামূলক ভালো করেছে। দেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক দ্রুততম সময়ে খুবই দক্ষতার সঙ্গে নিয়ম-কানুন শিথিল করা এবং বিভিন্ন পুনঃঅর্থায়ন কর্মসূচি চালুর মাধ্যমে বাজারে তারল্যের সরবরাহ বজায় রেখেছে। তবে এক্ষেত্রে এই তারল্য যেন অনুৎপাদনশীল খাতে চলে না যায় সেদিকে কড়া নজর রাখা দরকার। তা না হলে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে। ড. আতিউর সরকারের বাজেট এবং কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির ভিতর যে সু-সমন্বয় রক্ষা করা হচ্ছে তার প্রশংসা করে আগামীতেও কৃষি, কুটির-ক্ষুদ্র-মাঝারি উদ্যোগ, ডিজিটাল কমার্স এবং গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্পে সমর্থন একই মাত্রায় অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি নীতি-নির্ধারকরা যেন ডিজিটাল আর্থিক সেবার প্রসারকে উৎসাহিত করেন এবং এক্ষেত্রে সুষম প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতে সদা সচেষ্ট থাকেন সে আহ্বানও তিনি জানিয়েছেন। অবকাঠামো সব সময়ই প্রবৃদ্ধিকে তরান্বিত করে বলে ড. আতিউর মেগা-প্রকল্পগুলোসহ সব অবকাঠামো প্রকল্পে নীতি-মনোযোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়াও এক্ষেত্রে যেন পরিবেশবান্ধব সবুজ উদ্যোগগুলো যথাযথ অগ্রাধিকার পায় তা নিশ্চিত করা দরকার বলেও অভিমত দেন। তিনি বলেন, জনগণের পেছনে বিনিয়োগ বাড়ানোর প্রক্রিয়ায় স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ব্যবসা-বাণিজ্য সহজীকরণকে অগ্রাধিকার দেওয়া একান্ত জরুরি। পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, করোনা পরিস্থিতিতে স্থানীয় বাজারের চাহিদা বাড়ানো এবং দারিদ্র্যবিমোচন প্রক্রিয়ায় আরও নজর দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর