আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এটি একটি দুঃখজনক ঘটনা। পরিষ্কারভাবে বলতে চাই, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করা হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। গতকাল দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে সামনে রেখে এ ধরনের অনভিপ্রেত ঘটনায় আমরা সত্যিই দুঃখিত। এখানে ফেসবুক স্ট্যাটাসের বিষয় এসেছে, সেটার সঙ্গে যে জড়িত তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরও কেন এভাবে শত শত লোক লাঠিসোঁটা অস্ত্র নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর এবং তাদের মন্দিরে হামলা করেছে? এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
বিক্রম দোরাইস্বামীর সাক্ষাৎ : এর আগে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। সাক্ষাতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা হয় বলে জানান মন্ত্রী।