বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

মানুষের বাকস্বাধীনতা নেই

নিজস্ব প্রতিবেদক

মানুষের বাকস্বাধীনতা নেই

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই সময়ে দেশের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা নেই। অন্যায়-অবিচারে জনগণের নাভিশ্বাস উঠেছে। চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির শাসন আর দেখতে চায়               না। তাদের হাত থেকে মুক্তি চায়। এক বুক আশা নিয়ে তারা জাতীয় পার্টির দিকে তাকিয়ে। সোমবার বনানী কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ খবর