বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সরকারকে সরাতে হলে দুটি শক্তি দরকার

নিজস্ব প্রতিবেদক

সরকারকে সরাতে হলে দুটি শক্তি দরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে প্রধান যে দুটি শক্তি দরকার তার একটি হচ্ছে ছাত্র সংগঠন, আরেকটি শ্রমিক সংগঠন। সে সংগঠন তো আমরা সেভাবে গড়ে তুলতে পারছি না। সেটা তো আমাদের ব্যর্থতা। সে কারণে আমি অনুরোধ করব আসুন আমরা সবাই  পরস্পরের সঙ্গে যোগাযোগ করি এবং কথা বলি। কীভাবে সংগঠনগুলোকে আবার শক্তিশালী করে গড়ে তোলা যায় সে চেষ্টা করি। গতকাল দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শ্রমিক দল নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত জাফরুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় চলমান ‘লকডাউনে’ শ্রমিকদের জন্য মাসিক সরকারি অনুদানের দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, করোনা মহামারী চলাকালে অবশ্যই শ্রমিকদের জন্য সাবসিডি দিতে হবে। তাদের অবশ্যই সরকারের তরফে ত্রাণ সহযোগিতা করতে হবে। এ মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি। শুধু মালিকদের দিলেই হবে না, শুধু ব্যাংক থেকে ঋণ দিলেই হবে না, শ্রমিকদেরও দিতে হবে। শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্মমহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল হাসান জুয়েল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক স্কপ নেতা ডা. ওয়াজেদ-উল ইসলাম খান, শ্রমিক দল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, আসাদুজ্জামান বাবুল, প্রয়াত নেতার মেয়ে নাসরিন হাসান টিমা প্রমুখ।

 মির্জা ফখরুল বলেন, আজ আমাদের দলের অনেক কষ্ট, অনেক দুঃসময়। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যিনি আমাদের দলের নেতৃত্ব দেন, যার কথায় আমরা অনুপ্রাণিত হই, আমরা ঝাঁপিয়ে পড়ি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বছর ধরে কারাগারে। এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না।

সর্বশেষ খবর