বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
অ্যামনেস্টির প্রতিবেদন

মত প্রকাশ ঠেকাতে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশে প্রায় ১ হাজার ব্যক্তির নামে মামলা হয়েছে। তাদের মধ্যে আটক হয়েছেন কমপক্ষে ৩৫৩ জন। এমন তথ্য তুলে ধরে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, দুর্নীতির তথ্য তুলে ধরা ও কভিড-১৯ (করোনা) মোকাবিলায় সরকারের নীতি সমালোচনাকারী সাংবাদিকদের ওপর নির্যাতন হয়রানি বাড়ছে। মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন। অ্যামনেস্টির অভিযোগ, পুলিশ ও আইন প্রয়োগকারী অন্য সংস্থাগুলো অব্যাহতভাবে বিচারবহির্ভূত হত্যা চালিয়ে যাচ্ছে। কভিড-১৯ মহামারীর মধ্যে নারীর ওপর সহিংসতাও বেড়েছে। গতকাল প্রকাশিত অ্যামনেস্টির ২০২০-২১ সালের বার্ষিক প্রতিবেদনের বাংলাদেশ অংশে এসব অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতিরও অবনতির চিত্র ফুটে উঠেছে। স্পষ্টভাবেই বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারতে নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদ, দিল্লিতে কৃষক আন্দোলনসহ কাশ্মীরে নাগরিক স্বাধীনতা নিয়ে সরকারের নীতির বড় সমালোচনা করেছে অ্যামনেস্টি। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরোধী নাভালনিকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে এমন আশঙ্কাও করেছে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর