প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ এবং লকডাউন ঘোষণা করেছে সরকার। দেশব্যাপী লকডাউন থাকলেও অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখলে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব। তবে লকডাউনে নিম্নআয়ের মানুষের জন্য সহায়তামূলক কর্মসূচি নেওয়া খুব জরুরি। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রমণ বাড়ায় বেড়েছে মৃত্যু। হাসপাতালে শয্যা বাড়িয়ে করোনা সামলানো যাবে না। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। না মানলে ফল আরও ভয়াবহ হবে। এ জন্য রোগ প্রতিরোধ করতে হবে, আর যেন মানুষ আক্রান্ত না হয় সে ব্যবস্থা করতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বারবার সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়গুলো সবাই জানে কিন্তু মানে না। লকডাউনে অনেকের বাজার করার ধুম পড়ে যায়। অপ্রয়োজনে কাঁচাবাজারে গেলে সংক্রমিত হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা নিতে হবে। বাড়ির বয়স্ক মানুষদের ব্যাপারে সচেতন হতে হবে এবং টিকা নিতে হবে। টিকা নিয়ে সংক্রমিত হলেও মৃত্যুঝুঁকি কমবে। এ নিয়ে কোনো গুজবে কান দেওয়া যাবে না। এর মধ্যেও যারা মাস্ক ছাড়া বের হবে তাদের মাস্ক পরতে বাধ্য করতে হবে। এ জন্য প্রশাসনকে মাঠে থাকতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে কঠোর হতে হবে। সংক্রমণ রোধ করতে না পারলে হাসপাতাল বানিয়েও কুলানো যাবে না। লকডাউনে নিম্নআয়ের মানুষের জন্য সহায়তামূলক কর্মসূচি নিতে হবে। যারা দৈনন্দিন মজুরির ভিত্তিতে জীবিকা নির্বাহ করেন আয়ের পথ বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন। তাদের অন্তত নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী দিয়ে সহযোগিতা করতে হবে।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ঠেকানো যাবে করোনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর