শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

কভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহি ও নজরদারি নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম ও সরকারের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন বেসরকারি সংস্থা সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশের এই আহ্বায়ক  বলেন, কভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি ও ব্যক্তি সহায়তা প্রদানে উৎসাহ কম রয়েছে। ত্রাণ সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য প্রচার ও স্বচ্ছতা বাড়াতে হবে।

গতকাল অনলাইনে আয়োজিত ‘করোনা মোকাবিলায় ত্রাণ কর্মসূচি : কতটা কার্যকর ছিল?’ শীর্ষক সংলাপে সভাপতির বক্তব্যে এসব বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রধান অতিথি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির আরেক বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামীম হায়দার পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অক্সফাম ইনের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক প্রমুখ।

সর্বশেষ খবর