বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

চিকিৎসকদের গণবদলি, পরে স্থগিত

তালিকায় ছিল মৃত ব্যক্তিও

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসকদের বদলির প্রজ্ঞাপনে ভুল তথ্য থাকায় সংশ্লিষ্টদের বদলির আদেশ আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বদলির আদেশ স্থগিত করে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ প্রজ্ঞাপন স্থগিত করা হয়। আদেশে বলা হয়েছে, গত ৪ জুলাই ও ৫ জুলাই বিভিন্ন স্মারকে কভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে ওই সংযুক্তি আদেশসমূহে আরটিপিসিআর ল্যাবসহ অন্যান্য ল্যাব কার্যক্রমের সঙ্গে সংযুক্ত চিকিৎসকদের পদায়ন করা হয়। কভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক, মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষাকার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত তাদেরও পদায়ন করা হয়। এ ছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে। এসব কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ৮ জুলাইয়ের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখ করে তাদের তালিকা স্বাস্থ্যসেবা বিভাগের অধিশাখার ই-মেইলে পাঠানোর জন্য বলা হয়েছে।

গত ৪ ও ৫ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের অন্তত ৪৮টি আদেশে ১ হাজার ২৩৯ জন চিকিৎসককে আজকের (বুধবার) মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। উপসচিব জাকিয়া পারভিনের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়। বদলিকৃত চিকিৎসকদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, চাকরি থেকে অবসরে  গেছেন, আরটিপিসিআর ল্যাবে, কভিড ইউনিটে দায়িত্ব পালন করছেন এমন চিকিৎসকরাও রয়েছেন। এই ভুলে ভরা গণবদলি নিয়ে সমালোচনা চলেছে দিনভর। পরবর্তীতে এই বদলি স্থগিত করে আদেশ জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

সর্বশেষ খবর