ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ বলেছেন, লাখ লাখ ছাত্রছাত্রীর ভাগ্য শুধু যদির ওপর নির্ধারণ করা যায় না। শিক্ষামন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন তার প্রতিটি কথার মধ্যেই ‘যদি’ আছে। যদি এমন হয়, যদি অমন হয়, তা হতে পারে না। তিনি সংবাদ সম্মেলনটাকে তালগোল পাকিয়ে ফেলেছেন। শিক্ষার্থীদের নিয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে মুঠোফোনে আলাপকালে শিক্ষাবিদ শাহেদা ওবায়েদ এসব কথা বলেন। তিনি বলেন, পরীক্ষা নেওয়া বোর্ডের কাজ। শিক্ষামন্ত্রীর এ নিয়ে কথা বলা উচিত নয়। এটা সত্য যে, বোর্ড মন্ত্রণালয়ের অনুমোদন নেবে। কিন্তু সিদ্ধান্ত দেবে বোর্ড। শিক্ষামন্ত্রী কি শিক্ষক-অভিভাবক বা শিক্ষাবিদদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। করোনাকালের এই পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা বোর্ড নির্ধারণ করবে, মন্ত্রণালয় নয়। সব বিষয়ে যদি মন্ত্রীই কথা বলেন তাহলে তো দেশে বোর্ড রাখার কোনো দরকার নেই। ড. শাহেদা ওবায়েদ বলেন, সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। সারাবিশ্বে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ইংরেজি। সেটাকেও তিনি বাদ দিয়েছেন। বাংলা ও অংককে বাদ দিয়েছেন। এগুলোরই তো পরীক্ষা হতেই হবে। অতিরিক্ত সাবজেক্টে কেউ পড়াশোনা নাও করতে পারে। তাকে তো মৌলিক বিষয়ে পড়তেই হবে। এভাবে মেধা যাচাই হবে না। মন্ত্রী এভাবে কথা বলতে পারেন না। সারা বিশ্বের কোথাও এমন দৃষ্টান্ত নেই। অধ্যাপক শাহেদা ওবায়েদ আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করার অধিকার কারও নেই। স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা উচিত ছিল। করোনা পরিস্থিতি আগের চেয়ে খারাপ পরিস্থিতির দিকে। গত নভেম্বর-ডিসেম্বরের চেয়েও খারাপ পরিস্থিতি। এই অবস্থায় সব স্টেক হোল্ডারদের মতামত নিয়ে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু গতবার যে অটো পাশ দিয়েছিল সেটা আবার দিলে তা হবে আরও আত্মঘাতি। সবকিছুই এখন অনলাইনে চলছে। সবই চলছে। শুধু শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ কেন? শিক্ষার্থীর অভিভাবকরা যে কতটা উদ্বিগ্ন তা তারাই বুঝতেছেন। এটা মন্ত্রী বুঝতেছেন বলে মনে হয় না।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
শিক্ষার্থীদের ভাগ্য যদির ওপর নির্ধারণ করা যায় না
-অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর