শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

পুতিনের গোপন নথিতে ট্রাম্পকে নিয়ে যত তথ্য

প্রতিদিন ডেস্ক

পুতিনের গোপন নথিতে ট্রাম্পকে নিয়ে যত তথ্য

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ফাঁস হওয়া নথিতে বলছে, যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার জন্য গোপনে গোয়েন্দা সংস্থাকে কর্মকান্ড পরিচালনার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট  ভøাদিমির পুতিন। রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। এ তথ্য উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ফাঁস হওয়া নথি অনুসারে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২২ জানুয়ারি। এতে উপস্থিত ছিলেন পুতিন, রুশ গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং সিনিয়র মন্ত্রীরা। বৈঠকে উপস্থিতরা সম্মত হন, ট্রাম্প হোয়াইট হাউসে থাকলে মস্কোর কৌশলগত উদ্দেশ্য সাধনে সহযোগিতা করবে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে সামাজিক বিশৃঙ্খলা এবং দরকষাকষিতে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান দুর্বল হওয়া। পুতিনের স্বাক্ষরিত এক ডিক্রিতে রাশিয়ার তিনটি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয় ট্রাম্পকে সহযোগিতার বাস্তবসম্মত উপায় বের করার জন্য। ওই সময় রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন ট্রাম্প। ‘নং-৩২-০৪ভিডি’ শিরোনামের নথিটি গোপন হিসেবে চিহ্নিত করা আছে। এতে বলা হয়েছে, ক্রেমলিনের দৃষ্টিকোণ থেকে ট্রাম্প হলেন ‘সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী’। এতে মানসিক অবস্থার সংক্ষিপ্ত পর্যালোচনায় ট্রাম্পকে আবেগপূর্ণ, মানসিকভাবে অস্থির এবং ভারসাম্যহীন ব্যক্তি যিনি হিনমন্যতায় ভোগেন। এতে আরও বলা হয়, ক্রেমলিনের কাছে ট্রাম্পকে ব্ল্যাকমেল করার মতো উপাদান রয়েছে। এগুলো এর আগে রাশিয়ায় ট্রাম্পের ব্যক্তিগত সফরের সময়কার। নথিতে ট্রাম্পের মস্কো সফরে নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যদের বিস্তারিত জানতে পরিশিষ্ট পাঁচ এর পঞ্চম অনুচ্ছেদ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে। ওই পরিশিষ্টে কী রয়েছে তা অস্পষ্ট। নথিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য সম্ভাব্য সব শক্তি কাজে লাগানো অতীব প্রয়োজনীয়। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ক্রেমলিনের গুরুত্বপূর্ণ নথি ফাঁস হওয়া বিরল ঘটনা। গার্ডিয়ানের পক্ষ থেকে স্বতন্ত্র বিশেষজ্ঞদের নথিগুলো দেখানো হয়েছে। তারা বলেছেন, এগুলো আসল। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ফাঁস হওয়া নথিগুলো সম্পর্কে অবহিত বলে ধারণা করা হচ্ছে। তারা সতর্কতার সঙ্গে নথিগুলো পর্যালোচনা করছে।

সর্বশেষ খবর