রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা
অলিম্পিক গেমস

শুরুতেই পদকের শীর্ষে চীন

ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই পদকের শীর্ষে চীন

অলিম্পিক গেমসে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য শেষ করার ইঙ্গিত দিচ্ছে চীনা দল। শুরুতেই তারা দখল করেছে পদক তালিকার শীর্ষস্থান। গতকাল ৩টি সোনার পদকসহ মোট ৪টি পদক জয় করেছে চীনা দল। ১টি করে সোনার পদক জয় করেছে ইতালি, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, হাঙ্গেরি, ইরান, কসভো ও থাইল্যান্ড।

অলিম্পিকে চীনকে প্রথম সোনার পদক উপহার দেন ইয়াঙ কিয়ান। তিনি ১০ মিটার এয়ার রাইফেলে সোনার পদক জয় করেন। এরপর চীনকে সোনার পদক উপহার দেন সান ইয়েন ও হু জিহুই। সান ইয়েন মেয়েদের ইপি ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জয় করেন। ফাইনালে তিনি পরাজিত করেন রুমানিয়ার আনা মারিয়াকে। হু জিহুই ভারোত্তোলনের ৪৯ কেজি ওজনশ্রেণিতে সোনার পদক জয় করেন। এই ইভেন্টে তিনি পেছনে ফেলেন ভারতের মীরাবাই চানুকে। এ ছাড়াও গতকাল চীনকে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক উপহার দেন পেঙ ওয়েই। স্বাধীন দেশ হিসেবে দ্বিতীয়বার অলিম্পিকে অংশ নিয়েই দ্বিতীয় সোনার পদক জিতল কসভো। মেয়েদের ভারোত্তোলনে কসভোর ডিসট্রিয়া ক্রাসনিকি ৪৮ কেজি ওজনশ্রেণিতে সোনার পদক জয় করেছেন। তিনি হারিয়েছেন স্বাগতিক জাপানের ফুনা তোনাকিকে। ইকুয়েডর নিজেদের অলিম্পিক ইতিহাসে প্রথম সোনার পদক জিতলেন। প্রথমবার তারা ১৯৯৬ সালে সোনা জিতেছিল অলিম্পিকে। এবার ইকুয়েডরকে সোনার পদক উপহার দিয়েছেন রিচার্ড ক্যারাপাজ। তিনি সাইক্লিংয়ে ছেলেদের রোড রেস জিতেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর