আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ক্ষত এখনো শুকায়নি। এর মাঝেই গতকাল ফের আশঙ্কার কথা শোনান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ফের কাবুল বিমানবন্দরে বড় হামলা হতে পারে। তবে তার সেই আশঙ্কার ২৪ ঘণ্টা না পেরোতেই কাবুলে একটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের প্রতিনিধি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সম্প্রতি সরকারি দায়িত্ব থেকে অপসারিত হওয়া এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এটি ছিল একটি রকেট। প্রাথমিক তথ্যে জানা গেছে একটি বাড়িতে তা আঘাত হেনেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট আঘাত হেনেছে। বিমানবন্দরে সরাসরি আঘাতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কাবুল বিমানবন্দরের আশপাশ থেকে আমেরিকান নাগরিকদের বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকা ছাড়ার নির্দেশ দেন। গত বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। তাতে ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জনের মৃত্যু হয়। হামলার দায় নেয় আইসিস খোরাসান। এদিকে মার্কিন সেনার হত্যার বদলা নিতে প্রত্যাঘাত করে আমেরিকা ড্রোন হামলা চালিয়ে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীকে হত্যা করে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার খোদ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের কাছে নিশ্চিত খবর রয়েছে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ফের একবার কাবুল বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলা হতে পারে। বিশেষ করে বিমানবন্দরের উত্তর এবং পঞ্জশির পেট্রলপাম্পের কাছে থাকা প্রবেশপথে হামলা হতে পারে। প্রেসিডেন্টের এ ঘোষণার কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর চত্বরে লাল সতর্কতা জারি করার কথা জানিয়েছে কাবুলে থাকা মার্কিন দূতাবাস। বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা। উল্লেখ্য, তালেবান কাবুল দখল করলেও বিমানবন্দরের দায়িত্ব এখনো মার্কিন সেনা। নাগরিকদের দেশে ফেরানোর পাশাপাশি আফগানদের উদ্ধার প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়া শুরু হওয়ার পরই কাবুল বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে আইসিস খোরাসান। সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল।
শিরোনাম
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
- সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
- লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
কাবুল বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর