আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ক্ষত এখনো শুকায়নি। এর মাঝেই গতকাল ফের আশঙ্কার কথা শোনান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ফের কাবুল বিমানবন্দরে বড় হামলা হতে পারে। তবে তার সেই আশঙ্কার ২৪ ঘণ্টা না পেরোতেই কাবুলে একটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের প্রতিনিধি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সম্প্রতি সরকারি দায়িত্ব থেকে অপসারিত হওয়া এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এটি ছিল একটি রকেট। প্রাথমিক তথ্যে জানা গেছে একটি বাড়িতে তা আঘাত হেনেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট আঘাত হেনেছে। বিমানবন্দরে সরাসরি আঘাতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কাবুল বিমানবন্দরের আশপাশ থেকে আমেরিকান নাগরিকদের বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকা ছাড়ার নির্দেশ দেন। গত বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। তাতে ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জনের মৃত্যু হয়। হামলার দায় নেয় আইসিস খোরাসান। এদিকে মার্কিন সেনার হত্যার বদলা নিতে প্রত্যাঘাত করে আমেরিকা ড্রোন হামলা চালিয়ে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীকে হত্যা করে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার খোদ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের কাছে নিশ্চিত খবর রয়েছে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ফের একবার কাবুল বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলা হতে পারে। বিশেষ করে বিমানবন্দরের উত্তর এবং পঞ্জশির পেট্রলপাম্পের কাছে থাকা প্রবেশপথে হামলা হতে পারে। প্রেসিডেন্টের এ ঘোষণার কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর চত্বরে লাল সতর্কতা জারি করার কথা জানিয়েছে কাবুলে থাকা মার্কিন দূতাবাস। বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা। উল্লেখ্য, তালেবান কাবুল দখল করলেও বিমানবন্দরের দায়িত্ব এখনো মার্কিন সেনা। নাগরিকদের দেশে ফেরানোর পাশাপাশি আফগানদের উদ্ধার প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়া শুরু হওয়ার পরই কাবুল বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে আইসিস খোরাসান। সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
কাবুল বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর