শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশ যখন সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে সব শেষ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব ক্ষমতা এখন পুলিশের হাতে। তারা এখন সাংবাদিকের ভূমিকাও পালন করছে। যখন পুলিশ সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে যে, সব শেষ। তারা তো নিজেরাই বলে যে, বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এদের কাছেই এখন সব ক্ষমতা। পুলিশ যখন চোর-ডাকাত ধরা বাদ দিয়ে এ কাজ করবে, তখন তাদের কাছে কী আশা করা যাবে?

গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত ‘তারেক  রহমানের ১৪তম কারামুক্তি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ। মির্জা ফখরুল বলেন, চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। চাঁদা আদায় করছে গরিব মানুষকে আটকে রেখে। আর এর মধ্যে তারা আবার নতুন কাজ শুরু করেছে। পুলিশ সাংবাদিকতা করবে। এটা কিন্তু সুদূরপ্রসারী। আবার জেলায় ডিসি অফিসে গেলে দেখা যায়, সেখানে কোনো কর্মসূচিতে আওয়ামী লীগের চেয়ে তিনিই বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন।  আওয়ামী লীগ তো এখন নেই। এখন সবই আমলা লীগ। দেশে এখন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

সর্বশেষ খবর