বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অ্যাপসে অ্যাম্বুলেন্স চলবে, পার্কিং থাকবে না ঢামেকের ভিতরে

নিজস্ব প্রতিবেদক

অ্যাপসের মাধ্যমে অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল  কর্তৃপক্ষ। বেসরকারি অ্যাম্বুলেন্স বেপরোয়াভাবে পার্কিংয়ের কারণে নানারকম সমস্যা হচ্ছে হাসপাতালের রোগী ও স্বজনদের। হাসপাতালের ভিতর যানজটের কারণে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন।

হাসপাতাল চত্বরে তারা বিভিন্ন জায়গায় যেনতেনভাবে অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখে। এই কারণে ঢামেক কর্তৃপক্ষ অ্যাপসের মাধ্যমে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ করা যায় কিনা তা চিন্তাভাবনা করছে। এই নিয়ে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে কর্তৃপক্ষের। ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গতকাল দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের ময়দানে বিশৃঙ্খলভাবে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং দেখে বিস্ময় প্রকাশ করেন। তখন সেখানে দায়িত্বে থাকা পার্কিং লাইনম্যানকে বলেন, পার্কিং স্পট ছাড়া বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো বেপরোয়াভাবে হাসপাতালের ভিতর কেন পার্কিং করে রাখা হয়েছে। তখন তিনি এলোমেলোভাবে পার্কিং করে রাখা অ্যাম্বুলেন্সগুলো দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন। জানা গেছে, কয়েক বছর আগে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে পার্কিং স্পটের লিজ দেওয়া হয়। হাসপাতালের নির্দিষ্ট দু-একটি জায়গায় গাড়ি পার্কিং করে রাখার নিয়ম থাকলেও লিজ কর্তৃপক্ষ পুরো হাসপাতালই পার্কিং স্পট বানিয়ে ফেলেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, হাসপাতালের চত্বরে যত্রতত্র বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের কারণে নানারকম সমস্যা হচ্ছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি অ্যাপসের মাধ্যমে বেসরকারি অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ করা হবে। আনুমানিক ১৫০টি অ্যাম্বুলেন্স অ্যাপসের মধ্যে থাকবে। এসব ব্যাপারে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সঙ্গে আমাদের কথা হয়েছে। শিগগিরই পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। এটি চালু হয়ে গেলেই ঢাকা মেডিকেলের ভিতরে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করতে পারবে না। তারা বাহিরে নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্সগুলো রাখবে। অ্যাপসের মাধ্যমে যখন ভাড়া হবে তখনই তারা হাসপাতালে এসে রোগীদের নিয়ে যাবে। এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে হাসপাতাল থেকে।

সর্বশেষ খবর