রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

১২ অথবা ১৬ ডিসেম্বর থেকে ৫-জি চালু

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরেই দেশে টেলিটকের মাধ্যমে ৫-জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, কোনো অবস্থাতেই ৫-জিতে পিছিয়ে থাকার কথা চিন্তা করি না। ৫-জি চালু হলে জীবনধারা বদলে যাবে। নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা ৫-জির সফল পরীক্ষা চালিয়ে আত্মবিশ্বাসী হয়েছি। ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস বা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফাইভ-জি রোলআউট শুরু করব। গতকাল টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সংগঠনের সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার,  বিটিআরসির কমিশনার ও  ৫-জি নীতিমালা প্রণয়ন কমিটির সভাপতি এ কে এম শহীদুজ্জামান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দীন, এমটব চেয়ারম্যান ও বাংলালিংকের সিইও এরিক অস, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, চীফ অপারেটিং অফিসার হুয়াওয়ে তাওগোয়ানজিও এবং এরিকসনের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম বক্তৃতা করেন। টিআরএনবি সাধারণ সম্পাদক সমীর কুমার দে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সর্বশেষ খবর