শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ড

ফেনী প্রতিনিধি

ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ড

ফেনী শহরের বারাহীপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল ফেনীর জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

২০২০ সালের ১৫ এপ্রিল স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যা করেন ওবায়দুল হক টুটুল। এ ঘটনায় তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন ওই বছরের ১১ নভেম্বর টুটুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৫ ডিসেম্বর একমাত্র আসামি ওবায়দুল হক টুটুলকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বারাহীপুর এলাকার গোলাম মাওলা ভূঞার ছেলে ওবায়দুল হক ভূঞা টুটুল কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারকে প্রেম করে বিয়ে করেন। তাদের তাফান্নুন আরোয়া মায়োস নামে দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্ত্রীকে হত্যার আগে ফেসবুক লাইভে এসে টুটুল সবার কাছে মাফ চান এবং ঘটনার জন্য নিজেই দায়ী বলে স্বীকার করেন। এ ছাড়া পারিবারিক অশান্তির জন্য স্ত্রীকে তিনি দায়ী করেন। স্ত্রী পরিবারকে ‘ব্ল্যাকমেল’ করতেন বলেও দাবি করেন টুটুল। তিনি ভিডিওতে তার মেয়েকে দেখভালের জন্য সবার কাছে অনুরোধ করেন।

সর্বশেষ খবর