শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অপ্রীতিকর ঘটনা দেশবাসীর সহায়তা চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নানা ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে বাংলাদেশ পুলিশ। তারা এসব ঘটনা রোধকল্পে দেশবাসীর সহায়তা চেয়েছে এবং অনুরোধ করেছে, যে কোনো বিভ্রান্তিকর তথ্য অথবা গুজব কিংবা উসকানিতে বিভ্রান্ত বা উত্তেজিত না হয়ে তাৎক্ষণিক নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেন অবহিত করা হয় এবং পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা হয়।

গতকাল এআইজি (ইন্সপেকশন) ও মিডিয়া অ্যান্ড পিআর শাখার অতিরিক্ত দায়িত্বে থাকা এআইজি মোহাম্মদ শাহ জালাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতরের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হয়। পুলিশের বক্তব্যে বলা হয়, ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে পূজামন্ডপে কেউ মূর্তির পায়ের ওপর পবিত্র কোরআন রেখে চলে যায়। এর পরিপ্রেক্ষিতে স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা উসকানিমূলক প্রচারণা চালায়। কিছু দুষ্কৃতকারী  সংঘবদ্ধ হয়ে প্রতিমা ভাঙচুরের চেষ্টা ও পূজামন্ডপে ইট-পাটকেল নিক্ষেপ করে কয়েকটি মন্ডপে হামলা করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অপরাধের রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহকে সম্পৃক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর