শিরোনাম
বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
ক্লাব চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় শেখ রাসেল ক্রীড়া চক্র

জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় শেখ রাসেল ক্রীড়া চক্র

দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার নিন্দা এবং ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্লাবের পরিচালকবৃন্দ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন - বাংলাদেশ প্রতিদিন

ঐতিহ্যবাহী ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা করে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে ক্লাবটি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্লাবের পরিচালকবৃন্দ এ দাবি জানান। বক্তারা বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত চাই। আমাদের দাবি পূরণে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ আরও যেখানে যাওয়া দরকার সব জায়গায় যাব।’

লিখিত বক্তব্যে ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাবলু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৫ সালে তাঁর অতি আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান হিসেবে ক্রীড়াপ্রেমী সায়েম সোবহান আনভীরকে দায়িত্ব দেন। এরপর এই ক্লাবটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে সংগঠনটির পরিধি ও ব্যাপ্তি দ্রুততার সঙ্গে বেড়েছে। ক্লাবটির পরিচিতি হয়েছে দেশসেরা ক্রীড়া সংগঠন হিসেবে। শেখ রাসেল ক্রীড়া চক্র যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক ওই অবস্থায় সংগঠনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত ও স্তব্ধ করার হীন ষড়যন্ত্র শুরু হয়। একটি কুচক্রী মহল শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানকে হত্যার মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রাকে স্তব্ধ করার চক্রান্ত শুরু করে। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজধানীর ভাটারা থানা পুলিশ শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে এক যুবককে ৫ নভেম্বর গ্রেফতার করেছে। বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানায় গ্রেফতার হওয়া সাদের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি শুক্রবার (৫ নভেম্বর) জুমার নামাজ চলাকালে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যানকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল সাদের। আমরা আরও জানতে পেরেছি চট্টগ্রাম-১২ আসনের (পটিয়া) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী ওরফে শারুনের নির্দেশে এই হত্যাকান্ডের ঘৃণ্য পরিকল্পনার কথা স্বীকার করেছে সাদ। এর আগে দুধের সঙ্গে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার ষড়যন্ত্র করে বলে পুলিশকে জানিয়েছে সাদ। তবে সেসব পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়। আমরা পুলিশের কাছ থেকে আরও জানতে পেরেছি, হুইপ সামশুল হকের সঙ্গে সাদের ঘনিষ্ঠ কিছু ছবি পাওয়া গেছে। সাদ পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে, হুইপের ছেলে শারুন তাকে বলেছে, জুমার নামাজের সময় এক মিনিটও দেরি না করে সায়েম সোবহান আনভীরকে সরাসরি গুলি করে দিতে। বাইরে তাদের গাড়ি অপেক্ষমাণ থাকবে। মসজিদ থেকে দ্রুত পালিয়ে যাতে সাদ ওই গাড়িতে উঠে পালিয়ে যেতে পারে। কিলিং মিশন বাস্তবায়নের জন্য সাদকে নগদ ২০ হাজার টাকা দিয়েছেন শারুন। তিনি (শারুন) আরও বলেছেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে ‘সারা জীবন আর কিছু করতে হবে না’- এভাবে বড় ধরনের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতির তথ্যও আমরা পেয়েছি। আর ব্যর্থ হলে তাকে (সাদ) প্রাণনাশের হুমকি দেওয়া হয়। থানা-পুলিশ ম্যানেজ করারও আশ্বাস দেওয়া হয় সাদকে। পুলিশকে সাদ আরও বলেছে, সে চট্টগ্রামের পটিয়া সেন্ট্রাল হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ার সময় হুইপ শামসুল হকের ক্যাডার হান্নান ও মান্নানের সঙ্গে পরিচয় হয়। দুর্গাপূজার ছুটিতে ১০ অক্টোবর পটিয়ায় গিয়ে ২৩ অক্টোবর ঢাকায় ফিরে আসেন। পটিয়ায় যাওয়ার পর সাদের সঙ্গে শারুনের সাক্ষাৎ করিয়ে দেন হুইপ-আশ্রিত মাস্তান হিসেবে পরিচিত জনৈক হান্নান ও মান্নান। সাক্ষাতের সময় শারুন একটি পিস্তল দেন সাদকে। ওই পিস্তল দিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করার জন্য সাদকে নির্দেশ দেন শারুন। সামশুল হক ও শারুনের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাদ পরিচয় গোপন করে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যানের বাসায় দিনমজুরের কাজ নিয়েছিল। চট্টগ্রাম থেকে আসার পর গত দুটি জুমার নামাজে সঙ্গে পিস্তল রাখে সাদ। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সে সফল হতে পারেনি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রায় তিন মাস ধরে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যানকে হত্যার ষড়যন্ত্র চলছিল। অন্তত চারবার ছদ্মবেশে সায়েম সোবহান আনভীরের বাসভবন এমডি হাউসে প্রবেশ করে সাদ। কয়েকবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মাদরাসা শিক্ষার্থীর ছদ্মবেশ নিয়ে ভর্তি হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানায়। কারণ ওই মাদরাসা থেকে প্রতিদিন বসুন্ধরা এমডির বাসায় পবিত্র কোরআন খতমের জন্য শিক্ষার্থীরা যান। সেই দলের সঙ্গে মিশে জুমার নামাজ পড়ার সময় বসুন্ধরা এমডিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা করে সাদ। ওই মাদরাসা থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

লিখিত বক্তব্যে ইসমত জামিল আকন্দ বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় বসুন্ধরা গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান মেজর (অব.) শেখ মিজানুর রহমান বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। এজাহারে সাদ ছাড়াও হত্যার নির্দেশদাতা হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে আসামি করার আবেদন করেছেন বাদী। এজাহারে বলা হয়, হুইপপুত্র শারুন চৌধুরী পূর্বশত্রুতার জের থেকে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনা করেন। ক্লাব চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিবারকে ক্রীড়াক্ষেত্রে ঐতিহ্যবাহী ও ক্রীড়াপ্রেমিক পরিবার উল্লেখ করে ইসমত জামিল আকন্দ লাবলু বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় এই ঘৃণ্য ষড়যন্ত্র এবং চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ভয়ানক ও ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা বিশ্বাস করি, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আমাদের এই পথচলায় আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম, পরিচালক (অর্থ) ফখরুদ্দিন আহমেদ, পরিচালক রফিকুল আমিন জজ, আবুল কাশেম, স ম হাসান জামান, হাবিবুর রহমান খান মান্নু, আলিমুজ্জামান আলম, খলিলুর রহমান, মীর মোহাম্মদ শাহাব উদ্দিন টিপু, হামিদুল হক শামীম, আবু বকর, বেলায়েত হোসেন বেপারী, আসাদুজ্জামান, এস এম জাহাঙ্গীর ও আল মারুফ এনায়েত। এক প্রশ্নে পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বলেন, ‘সায়েম সোবহান আনভীরের পরিবার অত্যন্ত ক্রীড়াপ্রেমিক পরিবার হিসেবে দেশে পরিচিত। তার দাদাকে বুড়িগঙ্গায় আমি নিজেই ব্রোজেন দাসের সঙ্গে সাঁতার কাটতে দেখেছি। ক্রীড়াক্ষেত্রে এই পরিবারটির অবদান অসামান্য। আমরা আমাদের চেয়ারম্যানকে হত্যাচেষ্টার ঘটনার সঠিক তদন্ত করে এ জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’ এদিকে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত এবং এর নেপথ্যের কুশীলবদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দিনাজপুর : দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে সাংবাদিক সমাজ। বিভিন্ন পেশার মানুষ সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। গতকাল বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শিল্পপতি। সেই জায়গায় একজন শিল্পপতিকে হত্যার পরিকল্পনা ও হত্যাচেষ্টা দেশের অর্থনীতিকে পঙ্গু করার শামিল। আমরা আশাবাদী সরকার এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নেবে। মানববন্ধনে অংশ নেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রিস আলী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি দিনাজপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, দিনাজপুর কৃষক সমিতির সাধারণ সম্পাদক দয়ারাম রায়, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও দিনাজপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, দিনাজপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি জাফর আলী, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউর রহমান রাজু, মাইটিভির জেলার প্রতিনিধি ও দিনাজপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মুকুল চ্যাটার্জি, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি কুরবান আলী, বাংলা নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, চ্যানেল২৪-এর জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, কালের কণ্ঠের বোঁচাগঞ্জ উপজেলা প্রতিনিধি রাসেল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন পারভেজ, সাহিত্য সম্পাদক সওকত আকবর, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি ইউসুফ আলী, নব চেতনার দিনাজপুর জেলা প্রতিনিধি আবদুল সাত্তার প্রমুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  সিলেট : বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সিলেটে কর্মরত সাংবাদিক’দের ব্যানারে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ মিডিয়া খাতে বড় বিনিয়োগ করেছে। দেশের অর্থনীতিতেও বসুন্ধরার বড় ভূমিকা রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মুখোশধারী একটি মহল নানা অপকর্মের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার ষড়যন্ত্র করে আসছে। ওই ষড়যন্ত্রকারীরাই বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যার ষড়যন্ত্র করছে। বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আড়ালের কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে সিলেটসহ সারা দেশের গণমাধ্যমকর্মীরা ঘরে বসে থাকবে না। তারা কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাগো নিউজের ব্যুরো প্রধান ছামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি আনিস রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও ডেইলি স্টারের আলোকচিত্রী শেখ আশরাফুল ইসলাম নাসির, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক মুকিত রহমানী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, সিলেট জেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিলেট প্রতিনিধি সৈয়দ রাসেল, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন, কালের কণ্ঠের সিলেট প্রতিনিধি ইয়াহইয়া ফজল, দৈনিক একাত্তরের কথার মফস্বল সম্পাদক আনন্দ সরকার, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান আহমদ, বাংলাট্রিবিউনের সিলেট প্রতিনিধি তুহিনুল হক তুহিন, সিলেট বেতারের সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, চ্যানেল আইয়ের প্রতিনিধি সুবর্ণা হামিদ, সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবীর, আনন্দ টিভির ব্যুরো প্রধান এম আর টুনু তালুকদার, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাশ, ক্যামেরাপারসন শাহীন আহমদ, দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুল, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর, সিলেটভিউ২৪ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রেজাউল হক ডালিম, স্পোর্টস জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের নির্বাহী সম্পাদক ইউসূফ আলী, সিলেট জেলা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক শংকর দাশ, বাংলানিউজ টোয়েন্টিফোরের আলোকচিত্রী মাহমুদ হোসেন, দৈনিক আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি আবদুল আহাদ, দৈনিক শুভপ্রতিদিনের স্টাফ রিপোর্টার সুলতান সুমন, দৈনিক যুগভেরীর সিনিয়র আলোকচিত্রী রণজিত সিংহ, জেলা প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য সুব্রত দাশ, ডেইলি বাংলাদেশের সিলেট প্রতিনিধি আহমেদ জামিল, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরাপারসন শফি আহমদ, দৈনিক উত্তরপূর্বের আলোকচিত্রী নূরুল ইসলাম, ভোরের দর্পণের ব্যুরো প্রধান ভবরঞ্জন মৈত্র বাপ্পা, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম, সিলেটভিউ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক রাশেদুল হাসান শোয়েব, সিলেট প্লাসের সম্পাদক আবু বক্কর, দৈনিক একাত্তরের কথার আলোকচিত্রী মিঠু দাশ জয়, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী আজমল হোসেন ও শাহীন আহমদ, দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মখলিছুর রহমান, ডেইলি মর্নিং এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার নাজাত আহমদ পুরকায়স্থ, আলোকচিত্রী বিপলু আহমদ, সাংবাদিক তুহিন ইসলাম রনি প্রমুখ।

জয়পুরহাট : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট কালের কণ্ঠ শুভসংঘ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের প্রেস ক্লাব চত্বরে আজ মঙ্গলবার বেলা ১২টায় এ কর্মসূচি পালিত হয়। কালের কণ্ঠের জয়পুরহাট জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে আনভীরের নিরাপত্তা জোরদারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সম্মিলিত জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আহম্মেদ মোশারফ নান্নু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম কাদির, কালের কণ্ঠ শুভসংঘের জেলা সভাপতি তিতাস মোস্তফা, জেলা এনজিও সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কুমার মন্ডল, জয়পুরহাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাশরেকুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। গোপালগঞ্জ : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক পরিষদের নেতারা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। কালের কণ্ঠের শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন দাস। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও শুভসংঘের সভাপতি সহযোগী অধ্যাপক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের দফতর সম্পাদক আকবর আলী মোল্লা, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নরুল আহসান হুসাইন, চন্দ্রিমা শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আমিনুল হাসান শাহীন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি সেখ মো. একরামুল কবীর, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মুন্সী মো. হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুব হোসেন সারমাত, শেখ মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল সাহা, প্রচার সম্পাদক সেলিম রেজা, সদস্য মাসুদ পারভেজ, প্রথম আলোর জেলা প্রতিনিধি নতুন শেখ, শহর যুবলীগের সহ-সভাপতি মো. সিহাব মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা কৃষক লীগের দফতর সম্পাদক আকবর আলী মোল্লা বলেন, বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে ৭০ হাজার পরিবারের প্রায় ৫ লাখ মানুষের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। এ গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে হত্যাচেষ্টার ঘটনা একটি চক্রান্ত। চক্রান্তকারীরা এ দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আহসান হুসাইন বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। গোপালগঞ্জ সম্মিলিত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, করোনাকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৮ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী এবং ২ হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সভায় বক্তারা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়ে এ হামলার চক্রান্তকারী হিসেবে হুইপ সামশুল হক চৌধুরী, তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীসহ জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানিকগঞ্জ : দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল দুপুরে জেলার শিবালয় উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশ নেন। কালের কণ্ঠের মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের শিবালয় সংবাদদাতা বাবুল আক্তার মঞ্জুর, সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার শিবালয় প্রতিনিধি শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি অসিউর রহমান সিকো, ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার মূল পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুনকে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, সারা দেশের মতো মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষকে সব সময় সহায়তা করে আসছে বসুন্ধরা গ্রুপ। লক্ষ্মীপুর : দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে লক্ষ্মীপুরে সাংবাদিক ও ব্যবসায়ী সমাজ। গতকাল সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এমন দাবি করা হয়। এ সময় বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী ও সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, বঙ্গবন্ধু পরিষদের লক্ষ্মীপুর সভাপতি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাংবাদিক রেজাউল করিম পারভেজ, সাংবাদিক মামুনুর রশিদ, ব্যবসায়ী ইসমাইল হোসেন বাপ্পী, আবুল কাশেম, শামছুদ্দোহা রাজু, নুরে আলম প্রমুখ। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর সাংবাদিকবান্ধব ব্যক্তি। দেশের শীর্ষস্থানীয় অনেকগুলো গণমাধ্যম তিনি প্রতিষ্ঠা করেছেন। অবিলম্বে তাকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, জাহাঙ্গীর হোসেন লিটন, এ কে এম মিজানুর রহমান, সম্পাদক প্রকাশক ফোরামের সদস্য সচিব কাজী মাকছুদুর রহমান, আরিফুর রহমান, মো. নিজাম উদ্দিন, সোহেল রানা, সুমন দাস, নুর মোহাম্মদ, মেরাজ হোসেন প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। কিশোরগঞ্জ : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, শফিক আদনান, নজরুল ইসলাম খায়রুল, প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী শেখ জাবেদ, ঠিকাদার মুশফিকুর রহমান কাঞ্চন, বসুন্ধরা সিমেন্ট সেক্টরের সিলেট বিভাগীয় ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ভৈরবের আঞ্চলিক ব্যবস্থাপক সুমন কর, কিশোরগঞ্জের টেরিটরি ব্যবস্থাপক রবিউল ইসলাম, ভৈরবের টেরিটরি ব্যবস্থাপক জুলহাস মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার টেরিটরি অফিসার গাজী আলমগীর হোসাইন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা : দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সিমেন্ট ব্যবসায়ী এবং বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ডিলার আনোয়ার ট্রেডিংয়ের আহ্বানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার নির্দেশদাতা পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরী ওরফে শারুনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বসুন্ধরা সিমেন্টের সাতক্ষীরার পরিবেশক আনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ফিরোজা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল রশীদ হান্নু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক খ্যাতিনামা কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্না, সিমেন্ট ব্যবসায়ী শওকত হোসেন, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি, ব্যবসায়ী মেহেদী হাসান, বসুন্ধরা সিমেন্টের টিএসএম মনিরুজ্জামান মনির ও শাকিলা খাতুন, নাহিদা পারভীন প্রমুখ। নওগাঁ : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে নওগাঁর সাংবাদিক সমাজ। প্রতিবাদে নওগাঁর সাংবাদিক সমাজ মানববন্ধন করেছে। গতকাল সকালে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দীন, অর্থ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সায়েম সোবহান আনভীর শুধু শিল্পপতি নন, একজন মানবদরদি মানুষও। করোনার সময় সারা দেশে খাদ্য সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তাকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

নোয়াখালী : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল সকালে নোয়াখালীতে বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়ীদের উদ্যোগে চৌমুহনী প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের নোয়াখালী জেলার ডিস্ট্রিবিউটর ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান মো. আরিফ হোসেন তুহিন, বসুন্ধরা সিমেন্টের এজিএম আশিক আহমেদ, বসুন্ধরা সিমেন্টের ম্যানেজার সাইফুল ইসলাম ছিদ্দিকী প্রমুখ। আনভীরকে হত্যার পরিকল্পনাকারী হুইপ সামশুল হক ও তার ছেলে শারুন চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। মানববন্ধনে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জের লোকজন। গতকাল সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমন হাসান খোকন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আলী হোসেন মোল্লাহ ও মো. রহমতউল্লাহ রানা, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. লাকী আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আ. আজিজ মিয়া, সমাজ সেবক মো. কবির হোসেন মোল্লাহ, মো. রহমতউল্লাহ প্রমুখ। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার মূল হোতা হুইপ সামশুল হক ও তার ছেলে শারুনকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে মানববন্ধনে দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পূর্বাচল উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভালুকা (ময়মনসিংহ) : দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ভালুকা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ ভালুকার’ আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ খান, ভালুকা পূজা উদ্্যাপন কমিটির সভাপতি মলয় কুমার নন্দী মানিক, সাংবাদিক ও সমাজকর্মী আলমগীর হোসেন, শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, ব্যবসায়ী ও সমাজকর্মী জহিরুল হক, ব্যবসায়ী আক্তারুজ্জামান প্রিন্স, সাংবাদিক কামরুল আরেফিন, আরিফুল হক পলাশ, মিজানুর রহমান মজুন, স্বেচ্ছাসেবী আলম মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইমরান অমি, সুুজত মিত্র, নাঈম পাঠান, স্বেচ্ছাসেবী আফজাল খান এজাস, সেলিম মিয়া, উদয় মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন। পাবনা : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে পাবনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ মানববন্ধন করেছেন। গতকাল দুপুরে পাবনা শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এ ঘটনার তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় হত্যাচেষ্টায় জড়িত হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনকে গ্রেফতারের দাবি জানানো হয়।

মুন্সীগঞ্জ : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে বিক্রমপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিক্রমপুর প্রেস ক্লাব। এতে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সমাজের নানা স্তরের লোকজন অংশগ্রহণ করেন। পরে প্রেস ক্লাব মিলনায়তনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও নিউজ টোয়েন্টিফোরের মুন্সীগঞ্জ প্রতিনিধি সেতু ইসলামসহ মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। এদিকে বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাসুদ খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর সাংবাদিক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি এম তরিকুল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজ, আজকের পত্রিকার সাংবাদিক রাকিব শেখ, সাংবাদিক এস কে রানা, শুভ দেওয়ান, লিংকন হাওলাদার, মানিক লক্ষ্মণ প্রমুখ।

সর্বশেষ খবর