শিরোনাম
শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

দেশে এখন গণতন্ত্র নেই

নিজস্ব প্রতিবেদক

দেশে এখন গণতন্ত্র নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে গণতন্ত্র নেই, একদলীয় স্বৈরশাসন চালু হয়েছে। সংবিধানকে কাটাকাটি করে স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়া হয়েছে। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, ইভিএমের নির্বাচনে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কারণ ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে রেজাল্ট দেবে, তাই ঘোষণা হবে। তিনি বলেন, এভাবে চলতে থাকলে গণতন্ত্রের স্বপ্ন শেষ হয়ে যাবে। বহুদলীয় গণতন্ত্র রক্ষা করা যাবে না। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এভাবে চলতে পারে না, বাঁচতে হলে লড়তে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর