শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

আন্দোলনের সূচনা করেছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের সূচনা করেছে ছাত্রদল

ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের পরিণতি বিশ্বজিৎ এবং আবরার ফাহাদের হত্যাকারীদের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের শুধু স্মরণ করে দিতে চাই, বিশ্বজিৎকে এই ছাত্রলীগের সন্ত্রাসীরাই হত্যা করেছে, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করেছিল তারাই। আজকে যারা গুণ্ডামি করছে, অন্যদের প্ররোচনায়, বিশ্বজিৎ ও ফাহাদের যে পরিণতি হয়েছে, এই হামলাকারীদেরও আজ হোক বা কাল সেই পরিণতি হবে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাথে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ছাত্রদল নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর বিএনপি। হামলায় যারা প্ররোচনা দিচ্ছে তারা কারা, প্রশ্ন রেখে মোশাররফ বলেন, এ সরকার গায়ের জোরে ক্ষমতায় বসে থাকা সরকার। তাদের এ দেশের প্রতি কোনো প্রেম নেই। মুক্তিযুদ্ধের শেষ আকাক্সক্ষার প্রতি তাদের কোনো দায়িত্ব-কর্তব্য নেই। তারা মুক্তিযুদ্ধের শেষ আকাক্সক্ষা গণতন্ত্রকে ’৭৫ সালে হত্যা করেছে। তিনি আরও বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনকে লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে লেলিয়ে দিচ্ছেন, তাদের পরিণতির কথা চিন্তা করেন। যারা হামলা করছেন, তাদের পরিণতি কী হবে, অতীতে তার বহু উদাহরণ আছে।

সর্বশেষ খবর