সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

৪৫ ভাগ মানুষের ক্রয়ক্ষমতা ভালো

নিজস্ব প্রতিবেদক

৪৫ ভাগ মানুষের ক্রয়ক্ষমতা ভালো

বাংলাদেশ প্রায় ১৭ কোটি ভোক্তার একটি বড় বাজার এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এ দেশের প্রায় ৪৫ ভাগ মানুষের ক্রয়ক্ষমতা বেশ ভালো। তিনি নরডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এ দেশের পাশেই রয়েছে ভারত এবং চীনের মতো বড় দুটি দেশ। আমাদের রয়েছে দক্ষ জনশক্তি। বিনিয়োগের সব সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফর লজিস্টিক সেক্টর’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন অ্যাম্বাসি এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কস-এর কান্ট্রি ম্যানেজার আংশুমান মুস্তাফি। বিষয়ের ওপর বক্তব্য রাখেন নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাহরিন আনাম, এইচএসবিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের অ্যাম্বাসাডর উইনি স্ট্রুপ পিটারসেন, নরওয়ের অ্যাম্বাসাডর ইসপেন রিকটার-এসভেন্ডসেন, সুইডেনের অ্যাম্বাসাডর আলেকজেন্ড্রা বার্গ ভন লিনডি এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লেস হুইটলি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর