মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

সীতাকুণ্ডের ঘটনায় সংসদে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনার তদন্ত সাপেক্ষে দায়ী কনটেইনার ডিপোর মালিক চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমানসহ যারা অনৈতিকভাবে এ ধরনের বিস্ফোরক রেখেছিল- তাদের শাস্তির দাবি জানিয়েছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল একাদশ জাতীয় সংসদের ১৮তম (বাজেট) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এ দাবি জানান। ব্যারিস্টার রুমিন বলেন, সীতাকুণ্ডে দুর্ঘটনা ঘটেনি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ রবিবার চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জেল হোসেন পরিষ্কার করে বলেছেন, এ ডিপোতে দাহ্য পদার্থ রাখা হয়েছে- তা আমাদের জানানো হয়নি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাও সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, যদিও এটাকে আমরা নিছক অগ্নিকাণ্ড বলে মনে করছি, কিন্তু এটা নিছক অগ্নিকাণ্ড নয়। এর পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা তা সরকার তদন্ত করে দেখবে। তিনি বলেন, আমরা যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিজেদের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু নির্মাণ করি, তখন বিশে^র দরবারে আমরা প্রশংসিত হই, কিন্তু আগুন নেভাতে গিয়ে যখন এত সংখ্যক ফায়ার সার্ভিসের কর্মী মারা যান- তখন আমরা লজ্জায় মুখ লুকাব কোথায়?

সর্বশেষ খবর