শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

বাজেট উন্নয়ন ও কল্যাণমুখী

বিশেষ প্রতিনিধি

বাজেট উন্নয়ন ও কল্যাণমুখী

আগামী ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘উন্নয়ন ও কল্যাণমুখী’ আখ্যায়িত করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে, তবে দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে পারলে বাজেট ঘাটতি সহজে পূরণ করা যাবে। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, আমাদের কিছু দাবি আছে, আগামী শনিবার সেগুলো বিস্তারিত তুলে ধরব। সব রপ্তানি খাতের উৎসে কর দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশ করা হয়েছে। এটা কমানোর দাবি করছি। এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ব্যক্তিগতভাবে তিনি কালোটাকা সাদা করা পছন্দ করেন না। কারণ এতে সৎভাবে যারা ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হবেন। তারা নিরুৎসাহিত হবেন বলেও তিনি মনে করেন। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব, তিনি (প্রধানমন্ত্রী) সাধারণ মানুষের উপকারের জন্য অনেক প্যাকেজ এনেছেন’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর