শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

দাম কমবে

দাম কমবে

মুড়ি ও চিনি : মুড়ি ও চিনির ওপর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

গমের আটা : গমের আটার ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ ছাড়া দাম কমতে পারে- দেশি মোবাইল ফোন ব্যাটারি, চার্জার ও ইন্টার‌্যাক্টিভ ডিসপ্লে, পাওয়ার টিলার, দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের পড়ার উপকরণ ব্রেইল, কানে শোনার যন্ত্রের ব্যাটারি, বিশেষায়িত হুইল চেয়ার, কাজুবাদাম, রড, পলিথিন ব্যাগ, প্লাস্টিক ব্যাগের (ওভেন প্লাস্টিক ব্যাগসহ) দাম কমতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর