শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

প্রতিবন্ধীকে চাকরি দিলে কর ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে কোনো প্রতিষ্ঠানে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগের মাধ্যমে কর ছাড়ের শর্ত আরও সহজ করার প্রস্তাব এসেছে। গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ২৫ জনের বেশি প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে অনুমোদনের প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছি।’ অর্থমন্ত্রী বলেন, ‘কর্মক্ষম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। এ পরিপ্রেক্ষিতে প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান, জীবণযাত্রার মান উন্নয়ন, সামাজিক এবং অর্থনৈতিক আত্তীকরণের লক্ষ্যে বর্তমানে চালু বিশেষ কর প্রণোদনাকে আরও প্রসারিত করার প্রস্তাব করছি’।

গত অর্থবছরের কর রেয়াতে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে ১০ শতাংশ বা ১০০ জনের বেশি কর্মী নিয়োগের শর্ত ছিল। এবার সেই সংখ্যা ২৫ জনের বেশির কথা বলা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে গতবার শুধু মোট কর্মীর ১০ শতাংশের কথা বলা হয়েছিল। এবার উভয়ক্ষেত্রেই একই শর্ত আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর