শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

ব্যাংক ঋণ ১ লাখ ৬ হাজার কোটি

সঞ্চয়পত্র থেকে আসবে ৩৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

বাজেট বাস্তবায়নে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেবে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বাজেট ঘাটতি পূরণে সরকার সঞ্চয়পত্রের পাশাপাশি অন্যান্য খাত থেকে ঋণ নেবে ৫ হাজার ১ কোটি টাকা। এ ছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। আর বিদেশ থেকে ঋণ নেবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণের বড় অংশই নেওয়া হবে ব্যাংক থেকে, যার পরিমাণ ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার বাড়ছে আগের বছরের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা। সামনের অর্থবছরের বাজেট বাস্তবায়ন করতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। ফলে ঘাটতি বাজেট (অনুদানসহ) হবে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে সরকার গত ৩০ মে পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে ২৯ হাজার ১০৭ কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি থেকে ৩২ হাজার কোটি টাকা নেওয়ার লক্ষ্য ছিল।

সর্বশেষ খবর