শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত

ওসমানীতে বিমান ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ স্থগিত করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল (রবিবার) থেকে এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন বা অন্য কোথাও থেকে সিলেটে বিমান অবতরণ করবে না। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গতকাল বিকালে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বন্যার পানি বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে আসায় এবং সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিন দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তিন দিন এ বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করবে না। এ ছাড়া বিমানবন্দরের বিভিন্ন যন্ত্রপাতি বন্যার পানি থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এ ব্যাপারে জানানো হবে।

এদিকে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয় পরে জানানোর কথা জানিয়েছে। এবারের মাধ্যমিক পর্যায়ের এ পাবলিক পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে। সারা দেশের মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় ৩ ঘণ্টার বদলে ২ ঘণ্টা (বহুনির্বাচনী ২০ মিনিট ও সৃজনশীল বা রচনামূলক অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট) করা হয়েছে।

সর্বশেষ খবর