শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

আট জেলায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

গ্রামে গ্রামে আতঙ্ক

প্রতিদিন ডেস্ক

আট জেলায় গতকাল বজ্রপাতে চার শিশুসহ ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে তিন শিশুসহ ছয়, জামালপুরে এক শিশু, বগুড়ার আদমদীঘি ও ঢাকার কেরানীগঞ্জে দুই যুবক, নাটোরে কলেজ শিক্ষক, লালমনিরহাটে কৃষক, গাজীপুর ও সিরাজগঞ্জে দুজন করে এবং চুয়াডাঙ্গায় একজন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন, নান্দাইলের গাঙ্গাইলে গতকাল দুপুরে এবং ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে সকালে বজ্রপাতে তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।  মৃতরা হলেন- নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮), সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের কৃষক আবু বক্কর (৪০), জাহাঙ্গীর আলম (৩০) এবং ধোবাউড়া উপজেলার চরমোহিনী গ্রামের গফুর মিয়ার ছেলে আবু সাঈদ (৩০)।

জামালপুর : সরিষাবাড়ীতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাকিল (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর বিলে এ ঘটনা ঘটে। শাকিল উপজেলার শুয়াকৈর দক্ষিণপাড়া গ্রামের আনোয়ারের ছেলে ও জমশের আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বগুড়া : জেলার আদমদীঘি উপজেলায় মরিচ খেত পরিচর্যা করতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জহুরুল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারভোগ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। গতকাল বেলা ১২টায় নিহতের বাড়ির পাশে ফসলি মাঠে ঘটনাটি ঘটে। এ ছাড়া ঢাকার কেরানীগঞ্জে খেলার মাঠে বজ্রপাতে সজিব সরকার নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল  সকাল ১০টায় উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক রংপুর জেলার হারাগাছ থানার মায়া বাজার এলাকার রাজু মিয়ার ছেলে।

নাটোর : নাটোরে আতাউর রহমান (৫৭) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামে বজ্রপাতে নিহতের ওই ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে বঙ্গবন্ধু রেলসেতুর সিকিউরিটি গার্ডসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। মৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউপির চরাঞ্চল বর্নিগ্রামের মৃত দরবেশ আলী মুন্সীর ছেলে ব্যবসায়ী আবদুর রাজ্জাক মুন্সী ও সয়দাবাদ ইউনিয়নের শিল্পপার্ক এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সিকিউরিটি গার্ড নাসির উদ্দিন। গতকাল দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে আবদুল মতিন (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নূর ইসলামের ছেলে। এছাড়া গাজীপুরে দুজন এবং চুয়াডাঙ্গায় আরও একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামে গতকাল বিকালে বজ্রপাতে সোবহান হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, মজিদচালা গ্রামের সোবহান হোসেন বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সর্বশেষ খবর