বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

ভিন্নমতাবলম্বীকে শত্রু আখ্যা ঠিক নয়

নিজস্ব প্রতিবেদক

ভিন্নমতাবলম্বীকে শত্রু আখ্যা ঠিক নয়

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভিন্ন মত ও পথের মানুষকে ‘জাতির শত্রু’ হিসেবে আখ্যা দিয়ে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও দেশাত্মবোধকে পদদলিত করা কোনোক্রমেই ন্যায়সংগত নয়। গতকাল এক বিবৃতিতে আ স ম রব বলেন, ভিন্নমতকে দেশের শত্রু আখ্যা দেওয়া, খুঁজে বের করে শাস্তির আওতায় আনা এবং গ্রেফতারের দাবি ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যই প্রকাশ করে। তিনি বলেন, এ ধরনের সংবিধানবিরোধী ও বিপজ্জনক বক্তব্য প্রদানের ক্ষেত্রে আমাদের সবাইকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। রব বলেন, ভিন্নমত ও পথকে ভয়ের আবহে সংকুচিত করতে করতে সমাজে ‘মানুষের গলায় জুতার মালা পরানোর’ ভয়ংকর সংস্কৃতি বিস্তার লাভ করছে। যা সমাজ এবং রাষ্ট্রকে ক্রমাগতভাবে সভ্যতা বহির্ভূত পর্যায়ে নিয়ে যাচ্ছে। স্কটল্যান্ডের জনগণ ‘যুক্তরাজ্য’ থেকে প্রকাশ্যে ‘স্বাধীনতার’ দাবি শুধু উত্থাপনই করছে না, তাদের এ দাবিতে গণভোটও হয়েছে। তারপরও কেউ কাউকে দেশের বা জাতির শত্রু আখ্যায়িত করেনি।

সর্বশেষ খবর