শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

অধ্যক্ষকে পেটালেন চেয়ারম্যানের লোকজন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার কয়রায় মাদরাসার ‘পরিচালনা পর্ষদ’ গঠনকে কেন্দ্র করে অধ্যক্ষ মাসুদুর রহমানকে পেটানো হয়েছে। তিনি কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ বিষয়ে খুলনা জেলা প্রশাসন ও কয়রা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বর্তমানে আতঙ্কে দিন কাটছে শিক্ষকের পরিবারের।

জানা যায়, কয়রার সদর ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামের নির্দেশে তার লোকজন ১৮ জুলাই দুপুরে  মাদরাসায় ঢুকে মাসুদুর রহমানকে মারপিট করে। পরে তাকে মোটরসাইকেলে তুলে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বাহারুল ইসলামের কক্ষে নিয়ে যায়। সেখানে চেয়ারম্যানের উপস্থিতিতে দ্বিতীয় দফায় তাকে পেটানো হয়। এতে তিনি চোখে, ঘাড়, কানে গুরুতর জখম হন। এদিকে খবর পেয়ে শিক্ষকের পরিবার ও কয়রা থানার পুলিশ সেখানে উপস্থিত হলে ‘যখন আনতে বলা হবে তখনই আনতে হবে’- এই শর্তে মাসুদুর রহমানকে তার স্ত্রীর জিম্মায় দেওয়া হয়। অসুস্থ শিক্ষককে প্রথমে কয়রা জায়গীর মহল স্বাস্থ্যকেন্দ্রে ও পরে খুলনায় চিকিৎসা দেওয়া হয়।  ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম বলেন, ‘মাদরাসার সভাপতি কে হবেন এ নিয়ে বিরোধ রয়েছে। মাদরাসাটি আমার ইউনিয়নের মধ্যে হলেও অধ্যক্ষ মাসুদুর রহমান পার্শ্ববর্তী মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদকে এখানে সভাপতি করেছেন। তারপর মাদরাসার সাবেক অধ্যক্ষ মালেক মাস্টারকে জুতাপেটা করা হয়েছে। এসব নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে মাসুদুর রহমানকে পরিষদে ডেকে আনা হয়। তাকে মারপিট করা হয়নি। এদিকে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহা বলেন, অভিযোগ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর