বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

খোলা মার্কেটে দাম কমেছে ডলারের

নিজস্ব প্রতিবেদক

আগের দিন বড় উল্লম্ফন দিয়ে ১১২ টাকা পর্যন্ত দর ওঠে ডলারের। এক দিনের ব্যবধানে প্রায় ৭ টাকা বেড়ে যায় ডলারের দর। তবে গতকাল নতুন করে দর না বাড়লেও বাজারে এক ডলার ১০৯ থেকে ১১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ কিছুটা কমেছে। রাজধানীর মতিঝিলের বিভিন্ন ব্যাংকের শাখা, বিশেষ করে এডি শাখাগুলোতেও ১০৪ থেকে ১০৫ টাকায় আন্তব্যাংক লেনদেন হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, সংকট এখনো আছে। বাজারে চাহিদামতো ডলার পাওয়া যাচ্ছে না। বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের ঘাটতির কারণে দেশে ডলারের ভয়াবহ সংকট চলছে কয়েক মাস ধরে। তবে এক মাসের বেশি সময় ধরে পরিস্থিতি জটিল আকার নিয়েছে, যার প্রভাব দেখা গেছে ডলারের খোলাবাজারে। খোলাবাজারে কয়েক দিনের ব্যবধানে ডলারের দাম ১৪ থেকে ১৫ টাকা বেড়ে যায়। দুই মাসের ব্যবধানে এ দাম বেড়েছে ২০ থেকে ২২ টাকা। কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফা টাকার মান অবমূল্যায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে এতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের সঙ্গে খাদ্যপণ্যের দাম বাড়ায় বাংলাদেশ কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। এর প্রভাবে কয়েক দিন ধরে ডলারের বাজার অস্থির হয়ে উঠেছে, দাম ছুটছে তীরের বেগে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ডলারের সংকট মেটাতে প্রতিদিন সাপোর্ট দেওয়া হচ্ছে। বাজারে যেন অস্থিরতা তৈরি না হয় সে জন্য ব্যাংকগুলোতে ডলার বিক্রি করা হচ্ছে। এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক সাত বিলিয়ন ডলার সরবরাহ করেছে। তবে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, চাহিদার তুলনায় খুবই অল্প পরিমাণ ডলার পাওয়া যাচ্ছে, যা দিয়ে এলসি খোলা সম্ভব হচ্ছে না। খোলাবাজার থেকে ব্যাংকগুলোকে ডলার কিনে চাপ সামাল দিতে হচ্ছে।

 

সর্বশেষ খবর