রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রুদ্ধদ্বার বৈঠক সেই সাকিবই অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

রুদ্ধদ্বার বৈঠক সেই সাকিবই অধিনায়ক

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় মিডিয়ার মুখোমুখি হননি সাকিব আল হাসান। যদিও সকাল থেকে মিডিয়া কর্মীরা অপেক্ষায় ছিলেন দেশসেরা ক্রিকেটারের। কিন্তু বরাবরের মতো মুচকি হেসে সাকিব বের হয়ে যান। বেটউইনারের সঙ্গে চুক্তির বিষয় এড়িয়ে যেতেই হয়তো মুখোমুখি হননি! অনলাইন বেটিং ও ক্যাসিনো ওয়েবসাইট বেটউইনারের সঙ্গে তার চুক্তিটি গত ১০ দিন দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল। রুদ্ধদ্বার বৈঠকের পর বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়ায় জানান, টি-২০ অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে সাকিবকে। শুধু এশিয়া কাপ নয়, অক্টোবর-নভেম্বরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-২০ অধিনায়ক থাকবেন সাকিব। দেশসেরা ক্রিকেটারকে অধিনায়ক করে এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর জাতীয় দলে ফিরেছেন ৪৪ টি-২০ ম্যাচ খেলা মিডল অর্ডার ব্যাটার সাব্বির রহমান। প্রথমবারের মতো টি-২০ স্কোয়াডে সুযোগ পেয়েছেন ডান হাতি পেসার ইবাদত হোসেন। ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বাদ পড়েছেন বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম, ওপেনার মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত। সবাইকে চমকে স্কোয়াডে রয়েছেন সদ্য জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব হারানো মাহমুদুল্লাহ রিয়াদ। ২ আগস্ট বেটউইনার নিউজ পোর্টালের ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়ার ছবি পোষ্ট করেন সাকিব। এরপর থেকে বিষয়টি ইস্যু হয়ে মাঠ গরম করে। অনলাইন বেটিং ও ক্যাসিনো অনলাইনের সঙ্গে সাকিব চুক্তি করায় বিসিবি কঠোর অবস্থান নেয়। পরশু বিসিবি সভাপতি স্পষ্ট করে সাকিবকে জানিয়ে দেন-হয় ক্রিকেট, না হয় বেটউইনার-যে কোনো একটিকে বেছে নিতে। ক্রিকেট বেছে নেন সাকিব। চুক্তি বাতিল করেন বেটউইনারের সঙ্গে। নির্ধারিত সময়ের দুদিন আগে দেশে ফিরে গতকাল তিনি বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেন। তাকে অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, ‘সাকিব তার ভুল বুঝতে পেরে চুক্তি বাতিল করেছে। সে আমাদের সেরা ক্রিকেটার। সামনে আমাদের এশিয়া কাপ আছে। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, পরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। আমরা বোর্ডে আগেই একটি সভা করেছিলাম, সেই সভার একটি সিদ্ধান্ত ছিল (অধিনায়কত্ব নিয়ে)। আজকে আবার আমরা আলাপ-আলোচনা করেছি। বোর্ড সভাপতি ছিলেন, নির্বাচকরা ছিলেন। আমরা এই কয়েকটি সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি।’ হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নিয়েছিলেন মুশফিক। টি-২০ সিরিজ খেলেননি জিম্বাবুয়েতে। এবার তিনি ফিরেছেন এশিয়া কাপ স্কোয়াডে। স্কোয়াডের চমকে দেওয়া নাম সাব্বির। মিডল অর্ডারে হার্ড হিটারের অভাব পূরণ করতে ৩৫ মাস পর ফিরিয়ে আনা হয়েছে সব্বিরকে। ডান হতি ড্যাসিং ব্যাটার সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামে আফগনিস্তানের বিপক্ষে। ওই ম্যাচের অধিনায়ক ছিলেন সাকিব। খেলেছিলেন ৭০ রানের ইনিংস। সাব্বির আউট হয়েছিলেন ব্যক্তিগত ১ রানে। ৪৪ ম্যাচ টি-২০ ক্যারিয়ারে ১২০.৮১ স্ট্রাইক রেটে সাব্বিরের রান ৯৪৬। ইনজুরি কাটিয়ে ১০ মাস পর ফিরেছেন ২৯ টি-২০ ম্যাচ খেলা সাইফুদ্দিন। ১৭ টেস্ট খেলার পর ওয়ানডে অভিষেক হয় ইবাদতের। এবার প্রথমবারের মতো টি-২০ স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

 

সর্বশেষ খবর