রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থার সম্পর্কে বহুমাত্রিকতা যোগ হয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন আর বৈদেশিক সাহায্য নির্ভর নয়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতার প্রমাণ দিয়েছে।

গতকাল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কানি ভিগনারাজা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। সংসদের গণসংযোগ বিভাগ এ তথ্য জানায়। এ সময় স্পিকার বলেন, বর্তমানে বাংলাদেশের সেক্টর ভিত্তিক দক্ষতা বৃদ্ধিসহ বহুমাত্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আরও বেশি কারিগরি সহযোগিতা প্রয়োজন। তার এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কানি ভিগনারাজা বলেন, ইউএনডিপি জাতিসংঘের নীতির আলোকে বাংলাদেশে সেক্টর ভিত্তিক কারিগরি সহযোগিতা জোরদার করতে কাজ করে যাচ্ছে। নতুন পরিস্থিতিতে কার্বন নিঃসরণ, সব ধরনের দূষণ প্রতিরোধ কিংবা সবুজ (পরিবেশবান্ধব) উৎপাদন প্রক্রিয়া জোরদার করার ক্ষেত্রে দক্ষতা বিনিময়ের মতো ইস্যুগুলোতে বাংলাদেশ ও জাতিসংঘ একসঙ্গে কাজ করতে পারে। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর