ফরিদপুর শহরতলির পূর্ব গঙ্গাবর্দী নামক স্থানে গতকাল দুপুর ১২টার দিকে দুই বাসের সংঘর্ষের পর একটিতে বৈদ্যুতিক খুঁটি ঢুকে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী তালুকদার পরিবহনের দ্রুতগতির একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেআর পরিবহনকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এ সময় জে আর পরিবহনটি রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে জেআর পরিবহনের পাঁচ যাত্রী আহত হন। অপরদিকে তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে আঘাত লাগে। এতে বিশাল আকৃতির বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গুরুতর আহত নজরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা যান। স্থানীয়রা জানান, গঙ্গাবর্দীর একটি খোলা মাঠে বৈদ্যুতিক খুঁটিগুলো রাখা ছিল। সেখান থেকে ক্রেনের সাহায্যে খুঁটিগুলো অন্যত্র নেওয়ার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় দুর্ঘটনাটি ঘটে। তারা জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বড় ধরনের একটি বাঁক রয়েছে। ফলে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো তেমন একটা দেখা যায় না। তাছাড়া বাঁকের মুখে বৈদ্যুতিক খুঁটি তোলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। করিমপুর হাইওয়ে পুলিশের ওসি কঙ্কর কুমার বিশ্বাস জানান, ঢাকা থেকে বেনাপোলগামী তালুকদার পরিবহনটি ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা জেআর পরিবহনটিকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। পরে তালুকদার পরিবহনটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি উঠানোর ক্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ক্রেনে ঝুলানো অবস্থায় থাকা বৈদ্যুতিক খুঁটিটি বাসের মধ্যে ঢুকে যায়।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
বাসে ঢুকে পড়ল খুঁটি, নিহত ১ আহত ২০
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর