সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
গ্রিড বিপর্যয়

সাময়িক বরখাস্ত হলেন পিজিসিবির দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই প্রকৌশলীকে দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে একজন পিজিসিবির উপসহকারী প্রকৌশলী, অন্যজন সহকারী প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তা। তারা হলেন- আল্লামা হাসান বখতিয়ার, উপবিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) এবং  মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় মোট তিনটি তদন্ত কমিটি করা হয়েছিল। এর মধ্যে পিজিসিবির তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী এ দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।; এ ঘটনায় আরও কারও দায়িত্বে অবহেলা থাকলে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্যান্য তদন্তে বাকি যারা জড়িত আছেন তাদের নামও বেরিয়ে আসবে। তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘পিজিসিবির তদন্ত প্রতিবেদনে গ্রিড বিপর্যয়ের প্রথম কারণ হিসেবে “দায়িত্বে অবহেলার” কথাই এসেছে। সে অনুযায়ী আপাতত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে আরও দুটি তদন্ত কমিটি আমরা করেছি। এর মধ্যে একটি বিদ্যুৎ বিভাগের। এর বাইরে আরও একটি কমিটি আমরা করেছি। তাদের প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগতে পারে। সব প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত সব কারণ বলা সম্ভব নয়।’

যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের গাফিলতি প্রমাণিত কি না- এমন প্রশ্নে নসরুল হামিদ বলেন, ‘আপাতত তা-ই পাওয়া গেছে। কোম্পানি আইন অনুযায়ী সরাসরি চাকরিচ্যুত করা যায়। কিন্তু আমরা তা করব না। আপাতত সাময়িক বরখাস্ত করা হচ্ছে।’ এর আগে শুক্রবার গ্রিড বিপর্যয়ের পেছনে কারিগরি নয়, ‘ব্যবস্থাপনাগত ত্রুটি’ ছিল জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ ঘটনায় সঞ্চালন কোম্পানি, পিজিসিবির কর্মকর্তাদের দায় থাকার কথা বলেছিলেন।

সর্বশেষ খবর