শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আস্থাহীনতা বাড়ছে রোগীদের

---- ডা. জাফরুল্লাহ চৌধুরী

আস্থাহীনতা বাড়ছে রোগীদের

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশেই ভালো মানের চিকিৎসাসেবা আছে। কিন্তু মানুষের আস্থা নেই। দেশের  চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা জাতির জন্য বড় দুর্ভাগ্যের। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে ওষুধের দাম বেড়েই  চলেছে। নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেই। সরকার শুধু বড় বড় বিল্ডিং বানাতে ব্যস্ত। কিন্তু এই বিল্ডিংয়ের কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সে উদ্যোগ নেই। ফলে দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। মানুষ বিদেশমুখী হচ্ছেন। তিনি বলেন, এখন বড়লোকেরা যদি বিদেশ গিয়ে কেনাকাটা করতে পারেন, বউয়ের জন্য শাড়ি-গয়না কিনতে পারেন, তাহলে কেন চিকিৎসা নিতে যেতে পারবেন না? তিনি বলেন, ‘আমাদের দেশেও ভালো মানের চিকিৎসাব্যবস্থা আছে। আমরা (গণস্বাস্থ্য) প্রতিদিন ৩০০ রোগীর ডায়ালাইসিস করি। ভারতে রোগী গেলে তাদের বলে, তোমাদের ওখানে ভালো মানের চিকিৎসাব্যবস্থা থাকতে কেন আমাদের হাসপাতালে এসেছ? আমাদের হাসপাতালে এলে সবাই গরিব হয়ে যান। আর যখন বিদেশ যান তখন জমি বিক্রি করে টাকা নিয়ে বিদেশে দিয়ে আসেন।’

সরকারের উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে একটি ইউনিয়নে ৩০ থেকে ৫০ হাজার নাগরিক বসবাস করেন, যা আগামী ২০ বছরে ৬০ থেকে ৮০ হাজারে পৌঁছবে। প্রায় সব ইউনিয়নে একটি দোতলা বিল্ডিংয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে, যার নিরাপত্তাবেষ্টনী ভেঙে পড়ছে, ইলেকট্রিক সাবস্টেশন ও গভীর নলকূপ অকেজো হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, সেখানে ঢাকা থেকে পাঠানো এমবিবিএস চিকিৎসক যান না, অবস্থান করেন না বিভিন্ন অজুহাতে। কিন্তু মাস শেষে নিয়মিত বেতন-ভাতা সংগ্রহ করেন। অনেকের সাধারণ মেডিকেল যন্ত্রপাতি পরিচালনার জ্ঞানও নেই। সেসব শিখতে তিন মাসের বেশি প্রশিক্ষণের প্রয়োজন নেই। চামড়ার নিচে ভেঙে যাওয়া মেরামত, এপেনডিক্স, সিজার অপারেশন, অবস্টেট্রিকেল আলট্রাসনোগ্রাফি, জেনারেল ও কাটামিন এনেসথেসিয়ার ছয় মাস প্রশিক্ষণ দিয়ে একজন তরুণ এমবিবিএসকে প্রশিক্ষিত করা অত্যন্ত সহজ কাজ। ইউনিয়ন পর্যায়ে দুই বছর কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে পরীক্ষা পাসের পর জুনিয়র বিশেষজ্ঞ পদে উন্নীত করুন। তাদের প্রয়োজনীয় সুবিধা দেওয়া হলে স্থানীয় পর্যায়ে চিকিৎসক রাখা সম্ভব হবে।

সর্বশেষ খবর