শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জমে উঠেছে সেমিফাইনালের রেস

ক্রীড়া প্রতিবেদক

জমে উঠেছে সেমিফাইনালের রেস

সেমিফাইনালের রেসে টিকে থাকতে জিততেই হতো পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাবর আজমদের। গতকাল পৌনে ২০০ বছরের পুরনো সিডনি ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত ক্রিকেট খেলে পাকিস্তান বহু আকাক্সক্ষার জয় পেয়েছে। বৃষ্টিস্নœাত ম্যাচটিতে ডিএল-স্টার্ন মেথডে ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নকে ৩৩ রানে হারিয়েছে বাবর বাহিনী। এই জয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ৪ ম্যাচে ৪। হারলেও খুব ভালোভাবে সেমিফাইনালের রেসে টিকে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসদের পয়েন্ট ৪ ম্যাচে ৫। রান রেট ১.৪৪১। পাকিস্তানের রান রেট ১.১১৭। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ সবার উপরে রোহিত শর্মার ভারত। রোহিত বাহিনীর রান রেট ০.৭৩০। সেমিফাইনালে খেলার সম্ভাবনা এই তিন দলের সঙ্গে রয়েছে বাংলাদেশের। সাকিব বাহিনীর পয়েন্ট ৪ ম্যাচে ২ জয়ে ৪। রান রেট -১.২৭৬। সেমিফাইনালের সমীকরণে চার দল  টিকে থাকলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কোন দুই দল গ্রুপ থেকে সেমিফাইনাল খেলবে, চূড়ান্ত হবে ৬ নভেম্বর বাংলাদেশ-পাকিস্তান, নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা এবং ভারত-জিম্বাবুয়ের ম্যাচের ফলাফলের উপর। সেমিফাইনালে উঠার জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে ম্যাচ তিনটি এবং দলগুলো। অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে টেম্বা বাভুমাদের প্রতিপক্ষ ডাচ বাহিনী। যদি প্রোটিয়াসরা জিতে যায়, তাহলে দলটির পয়েন্ট ৭। তখন বাংলাদেশের বিপক্ষে বাবর আজমরা জিতলেও কোনো লাভ হবে না। যদি আবার মেলবোর্নে জিম্বাবুয়েকে হারিয়ে দেয় ভারত। সিকান্দার রাজাদের বিপক্ষে যদি রোহিত, বিরাট কোহলিরা জিতে যান, তাহলে ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের পয়েন্ট হবে ৮। আর হেরে গেলে ভারতের পয়েন্ট হবে ৬। পাকিস্তান জিতে গেলে তাদের পয়েন্টও হবে ৬। তখন রান রেটের হিসাব আসবে। তবে ‘হেড-টু-হেড’ বিবেচনায় ভারত থাকবে এগিয়ে। যদি বাবর বাহিনীর বিপক্ষে সাকিবরা জিতে যান, তাহলে বাংলাদেশও টিকে থাকবে রেসে। যদিও রান রেটে সাকিব বাহিনী অনেক পিছিয়ে। তবে টাইগারদের জয়ে বিশ্বকাপ শেষ হয়ে যাবে বাবর বাহিনীর। এতো গেল হার-জিতের সমীকরণ। জয়-পরাজয়ের পাশাপাশি এখন বৃষ্টিও প্রভাবক হিসেবে কাজ করছে। যদি তিনটি ম্যাচই ভেসে যায় বৃষ্টিতে, তাহলে পয়েন্টের হিসেবে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আবার দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস বৃষ্টিতে ভেসে গেলে, পাকিস্তান কিংবা বাংলাদেশ জয় পেলে, তখন আবার রান রেট চলে আসবে লড়াইয়ে। সব মিলিয়ে শেষ ম্যাচগুলোর উপরই নির্ভর করছে সেমিফাইনাল।

বাঁচামরার লড়াইয়ে টস জিতে ব্যাটিং করে পাকিস্তান। দুই ওপেনার বাবর ও মোহাম্মদ  রেজওয়ান ব্যর্থ হলেও রান করেন লেগ স্পিনার শাদাব খান ও ইফতেখার আহমেদ। দুজনেই খেলেন হাফসেঞ্চুরির ইনিংস। ম্যাচসেরা শাদাব ৫২ রানের ইনিংস খেলেন মাত্র ২২ বলে ৩ চার ও ৪ ছক্কায়। ইফতেখার ৫১ রান করেন ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায়। মোহাম্মদ নেওয়াজ ২৮ রান করেন ২২ বলে এবং প্রথমবারের মতো খেলতে নেমে মোহাম্মদ হারিস ১১ বলে ২৮ রান করেন ২ চার ও ৩ ছক্কায়। ইফতেখার ও শাদাবের ফিফটিতে ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ১৮৫ রান। ১৮৬ রানের টার্গেটে ৮ ওভারের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরুর পর দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১৪ ওভারে ১৪২। প্রোটিয়াসরা ১৪ ওভারে ৯ উইকেটে ১০৮ রান তুলতে সক্ষম হয়।

সর্বশেষ খবর