গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, সরকার বুঝতে পারছে না দেশের অর্থনীতি কতটা ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে তারা রাষ্ট্রীয় কোষাগার ফোকলা করে ফেলেছে। গতকাল সকালে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে বলতে গিয়ে আফ্রিকার একটি দেশের ‘মাসাই’ নামের সম্প্রদায়ের মানুষের উদাহরণ দেন। তিনি বলেন, মাসাই সম্প্রদায়ের মানুষ গরুর দুধের সঙ্গে গরুর রক্ত মিশিয়ে পান করে। তবে তারা এটা জানে যে, কোন গরুর শরীর থেকে কতটুকু রক্ত নিতে হবে। আর কতটুকু রক্ত নিলে গরুটা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। যাতে গরুটা বেঁচে থাকতে পারে, সেই হিসাব করেই তারা গরুর শরীর থেকে রক্ত নিয়ে পান করে থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশটা কিভাবে টিকে থাকবে, মানুষ কিভাবে বেঁচে থাকবে সেটা না ভেবেই দেশের অর্থ লুটপাট করে খেয়ে ফেলেছে। আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সত্য ও সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আইএমএফ কখনো কোনো ‘লোন প্রজেক্ট’ তৈরি করে না। সরকারের কাছে এখন মোট ৩২ বিলিয়নের মতো ডলার আছে বলা হচ্ছে। তার মধ্যে আবার ২০ বিলিয়নের মতো আছে পরিশোধযোগ্য। অর্থাৎ খুব শিগগিরই ২০ বিলিয়ন ঋণ পরিশোধ করে দেওয়া হবে। থাকছে আর ১২ বিলিয়ন। কিন্তু অনেকে বলছেন, সেই পরিমাণ রিজার্ভও সরকারের হাতে নেই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এলসি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০টি ব্যাংককে দেউলিয়া বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘অত্যন্ত শিক্ষিত ও ধূর্ত’ জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, জ্বালানি কেনার টাকা নেই। বিদ্যুৎ দিতে পারবে না সরকার। আসলে সঠিক পথে ব্যবহার না করে ভবিষ্যৎ পরিণতির কথা না ভেবে ‘রিজার্ভ’-এর অপব্যবহার করায় এখন বৈদেশিক মুদ্রা নিয়ে হাহাকার শুরু হয়েছে। ড. রেজা কিবরিয়া বলেন, জনগণ ইতোমধ্যে রাজপথে নামা শুরু করেছেন। তারা আমাদের জন্য আর বসে থাকবে না। এমনকি আমরা নেতারা যদি নাও নামি, তবুও আমাদের কর্মী-সমর্থকরাও আর বসে থাকবে না। তিনি বলেন, সরকারের মুখ থেকেই এখন দুর্ভিক্ষের কথা বের হচ্ছে। এ দুঃসহ অবস্থার উত্তরণে এই সরকারের পতন ছাড়া কোনো উপায় নেই। আগামী ১০ ডিসেম্বর কিংবা তার পর থেকে সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনে নামব।
শিরোনাম
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি