গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, সরকার বুঝতে পারছে না দেশের অর্থনীতি কতটা ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে তারা রাষ্ট্রীয় কোষাগার ফোকলা করে ফেলেছে। গতকাল সকালে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে বলতে গিয়ে আফ্রিকার একটি দেশের ‘মাসাই’ নামের সম্প্রদায়ের মানুষের উদাহরণ দেন। তিনি বলেন, মাসাই সম্প্রদায়ের মানুষ গরুর দুধের সঙ্গে গরুর রক্ত মিশিয়ে পান করে। তবে তারা এটা জানে যে, কোন গরুর শরীর থেকে কতটুকু রক্ত নিতে হবে। আর কতটুকু রক্ত নিলে গরুটা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। যাতে গরুটা বেঁচে থাকতে পারে, সেই হিসাব করেই তারা গরুর শরীর থেকে রক্ত নিয়ে পান করে থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশটা কিভাবে টিকে থাকবে, মানুষ কিভাবে বেঁচে থাকবে সেটা না ভেবেই দেশের অর্থ লুটপাট করে খেয়ে ফেলেছে। আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সত্য ও সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আইএমএফ কখনো কোনো ‘লোন প্রজেক্ট’ তৈরি করে না। সরকারের কাছে এখন মোট ৩২ বিলিয়নের মতো ডলার আছে বলা হচ্ছে। তার মধ্যে আবার ২০ বিলিয়নের মতো আছে পরিশোধযোগ্য। অর্থাৎ খুব শিগগিরই ২০ বিলিয়ন ঋণ পরিশোধ করে দেওয়া হবে। থাকছে আর ১২ বিলিয়ন। কিন্তু অনেকে বলছেন, সেই পরিমাণ রিজার্ভও সরকারের হাতে নেই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এলসি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০টি ব্যাংককে দেউলিয়া বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘অত্যন্ত শিক্ষিত ও ধূর্ত’ জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, জ্বালানি কেনার টাকা নেই। বিদ্যুৎ দিতে পারবে না সরকার। আসলে সঠিক পথে ব্যবহার না করে ভবিষ্যৎ পরিণতির কথা না ভেবে ‘রিজার্ভ’-এর অপব্যবহার করায় এখন বৈদেশিক মুদ্রা নিয়ে হাহাকার শুরু হয়েছে। ড. রেজা কিবরিয়া বলেন, জনগণ ইতোমধ্যে রাজপথে নামা শুরু করেছেন। তারা আমাদের জন্য আর বসে থাকবে না। এমনকি আমরা নেতারা যদি নাও নামি, তবুও আমাদের কর্মী-সমর্থকরাও আর বসে থাকবে না। তিনি বলেন, সরকারের মুখ থেকেই এখন দুর্ভিক্ষের কথা বের হচ্ছে। এ দুঃসহ অবস্থার উত্তরণে এই সরকারের পতন ছাড়া কোনো উপায় নেই। আগামী ১০ ডিসেম্বর কিংবা তার পর থেকে সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনে নামব।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
অর্থনীতি ভয়াবহ পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর