গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, সরকার বুঝতে পারছে না দেশের অর্থনীতি কতটা ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে তারা রাষ্ট্রীয় কোষাগার ফোকলা করে ফেলেছে। গতকাল সকালে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে বলতে গিয়ে আফ্রিকার একটি দেশের ‘মাসাই’ নামের সম্প্রদায়ের মানুষের উদাহরণ দেন। তিনি বলেন, মাসাই সম্প্রদায়ের মানুষ গরুর দুধের সঙ্গে গরুর রক্ত মিশিয়ে পান করে। তবে তারা এটা জানে যে, কোন গরুর শরীর থেকে কতটুকু রক্ত নিতে হবে। আর কতটুকু রক্ত নিলে গরুটা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। যাতে গরুটা বেঁচে থাকতে পারে, সেই হিসাব করেই তারা গরুর শরীর থেকে রক্ত নিয়ে পান করে থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশটা কিভাবে টিকে থাকবে, মানুষ কিভাবে বেঁচে থাকবে সেটা না ভেবেই দেশের অর্থ লুটপাট করে খেয়ে ফেলেছে। আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সত্য ও সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আইএমএফ কখনো কোনো ‘লোন প্রজেক্ট’ তৈরি করে না। সরকারের কাছে এখন মোট ৩২ বিলিয়নের মতো ডলার আছে বলা হচ্ছে। তার মধ্যে আবার ২০ বিলিয়নের মতো আছে পরিশোধযোগ্য। অর্থাৎ খুব শিগগিরই ২০ বিলিয়ন ঋণ পরিশোধ করে দেওয়া হবে। থাকছে আর ১২ বিলিয়ন। কিন্তু অনেকে বলছেন, সেই পরিমাণ রিজার্ভও সরকারের হাতে নেই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এলসি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০টি ব্যাংককে দেউলিয়া বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘অত্যন্ত শিক্ষিত ও ধূর্ত’ জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, জ্বালানি কেনার টাকা নেই। বিদ্যুৎ দিতে পারবে না সরকার। আসলে সঠিক পথে ব্যবহার না করে ভবিষ্যৎ পরিণতির কথা না ভেবে ‘রিজার্ভ’-এর অপব্যবহার করায় এখন বৈদেশিক মুদ্রা নিয়ে হাহাকার শুরু হয়েছে। ড. রেজা কিবরিয়া বলেন, জনগণ ইতোমধ্যে রাজপথে নামা শুরু করেছেন। তারা আমাদের জন্য আর বসে থাকবে না। এমনকি আমরা নেতারা যদি নাও নামি, তবুও আমাদের কর্মী-সমর্থকরাও আর বসে থাকবে না। তিনি বলেন, সরকারের মুখ থেকেই এখন দুর্ভিক্ষের কথা বের হচ্ছে। এ দুঃসহ অবস্থার উত্তরণে এই সরকারের পতন ছাড়া কোনো উপায় নেই। আগামী ১০ ডিসেম্বর কিংবা তার পর থেকে সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনে নামব।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
অর্থনীতি ভয়াবহ পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর