গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, সরকার বুঝতে পারছে না দেশের অর্থনীতি কতটা ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে তারা রাষ্ট্রীয় কোষাগার ফোকলা করে ফেলেছে। গতকাল সকালে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে বলতে গিয়ে আফ্রিকার একটি দেশের ‘মাসাই’ নামের সম্প্রদায়ের মানুষের উদাহরণ দেন। তিনি বলেন, মাসাই সম্প্রদায়ের মানুষ গরুর দুধের সঙ্গে গরুর রক্ত মিশিয়ে পান করে। তবে তারা এটা জানে যে, কোন গরুর শরীর থেকে কতটুকু রক্ত নিতে হবে। আর কতটুকু রক্ত নিলে গরুটা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। যাতে গরুটা বেঁচে থাকতে পারে, সেই হিসাব করেই তারা গরুর শরীর থেকে রক্ত নিয়ে পান করে থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশটা কিভাবে টিকে থাকবে, মানুষ কিভাবে বেঁচে থাকবে সেটা না ভেবেই দেশের অর্থ লুটপাট করে খেয়ে ফেলেছে। আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সত্য ও সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আইএমএফ কখনো কোনো ‘লোন প্রজেক্ট’ তৈরি করে না। সরকারের কাছে এখন মোট ৩২ বিলিয়নের মতো ডলার আছে বলা হচ্ছে। তার মধ্যে আবার ২০ বিলিয়নের মতো আছে পরিশোধযোগ্য। অর্থাৎ খুব শিগগিরই ২০ বিলিয়ন ঋণ পরিশোধ করে দেওয়া হবে। থাকছে আর ১২ বিলিয়ন। কিন্তু অনেকে বলছেন, সেই পরিমাণ রিজার্ভও সরকারের হাতে নেই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এলসি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০টি ব্যাংককে দেউলিয়া বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘অত্যন্ত শিক্ষিত ও ধূর্ত’ জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, জ্বালানি কেনার টাকা নেই। বিদ্যুৎ দিতে পারবে না সরকার। আসলে সঠিক পথে ব্যবহার না করে ভবিষ্যৎ পরিণতির কথা না ভেবে ‘রিজার্ভ’-এর অপব্যবহার করায় এখন বৈদেশিক মুদ্রা নিয়ে হাহাকার শুরু হয়েছে। ড. রেজা কিবরিয়া বলেন, জনগণ ইতোমধ্যে রাজপথে নামা শুরু করেছেন। তারা আমাদের জন্য আর বসে থাকবে না। এমনকি আমরা নেতারা যদি নাও নামি, তবুও আমাদের কর্মী-সমর্থকরাও আর বসে থাকবে না। তিনি বলেন, সরকারের মুখ থেকেই এখন দুর্ভিক্ষের কথা বের হচ্ছে। এ দুঃসহ অবস্থার উত্তরণে এই সরকারের পতন ছাড়া কোনো উপায় নেই। আগামী ১০ ডিসেম্বর কিংবা তার পর থেকে সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনে নামব।
শিরোনাম
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অর্থনীতি ভয়াবহ পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর