রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সংঘাতে না গিয়ে সংলাপে বসুন

নিজস্ব প্রতিবেদক

সংঘাতে না গিয়ে সংলাপে বসুন

ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সংঘাতের দিকে না গিয়ে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংলাপ ছাড়া এ দেশের মানুষের মুক্তি নেই। সংলাপ দেশকে সুশাসনের দিকে নিয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে বসুন। ডা. জাফরুল্লাহ গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে বক্তৃতা করছিলেন। ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বক্তৃতা করেন জাতীয় পার্টির (মোস্তফা জামাল) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আমরা আপনার ভালো চাই। কিন্তু আপনাকেও নিজের ভালো চাইতে হবে। আপনি নিজের ভালো বুঝতে পারছেন না।

সর্বশেষ খবর