রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
আওয়ামী লীগ

বাড়ছে এক যুগ্ম ও দুই সাংগঠনিক সম্পাদক পদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদকের একটি ও সাংগঠনিক সম্পাদকের দুটি পদ বাড়ানো হচ্ছে। গতকাল দলের গণতন্ত্র উপ-কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে। দলের জাতীয় কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করা হবে। দলটির সাংগঠনিক কাঠামোতে বর্তমানে দেশের আট বিভাগের প্রতিটির জন্য একজন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে একজন যুগ্ম সাধারণ সম্পাদক দুটি করে বিভাগে সাংগঠনিক টিমে দায়িত্ব পালন করেন। নবগঠিত দুই প্রশাসনিক বিভাগ- ‘পদ্মা’ ও ‘মেঘনা’র জন্য দুটি সাংগঠনিক সম্পাদক ও একটি যুগ্ম সাধারণ সম্পাদক পদ বাড়ানো হতে পারে। তবে বর্তমান কমিটির মূল কাঠামো ৮১ সদস্য ঠিক রাখা হবে। এজন্য কমানো হতে পারে কার্যনির্বাহী কমিটির সদস্য পদ। এর ফলে যুগ্ম সাধারণ সম্পাদক বেড়ে হবে মোট ৫ জন। আর সাংগঠনিক সম্পাদক হবে ১০ জন। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির প্রথম  বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের আকার বা পরিধি বাড়ার বিষয়ে আলোচনা করা হয়। গণতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানিয়েছে, সভায় আরও একটি যুগ্ম সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদকের পদ সৃষ্টির প্রস্তাব করা হয়। তবে চূড়ান্ত করা হয়নি। দলীয় সভানেত্রী শেখ হাসিনার অনুমতি পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে আসন্ন জাতীয় কাউন্সিলে এ বিষয়ে দলটির গঠনতন্ত্রে সংশোধনী আনা হবে। বৈঠক শেষে গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, গঠনতন্ত্র উপ-কমিটির সভায় আমরা প্রাথমিক আলোচনা করেছি। দায়িত্ব অর্পণ করেছি। গঠনতন্ত্রটি কীভাবে আরও বেশি সুন্দর করা যায়, যাতে সংগঠনটি আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করতে পারি এসব বিষয়ে আলোচনা হয়েছে। জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান কমিটি যেটা আছে, আমার মনে হয় সেটাই যথেষ্ট। তবে বিভাগ বাড়ায় একজন যুগ্ম এবং দুটি সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সভানেত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। এটা আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, আরও আলোচনা আসবে। সিদ্ধান্ত হয়েছে আমরা সংশ্লিষ্টদের চিঠি দিয়ে, অনলাইনে এবং আমাদের ভেরিফাইড পেজের মাধ্যমে তাদের মতামত আহ্বান করব।

সর্বশেষ খবর