রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অন্যান্য দেশের তুলনায় ভালো আছি

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য দেশের তুলনায় ভালো আছি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর পড়েছে। তবে অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ ‘জঙ্গিবাদ নির্মূল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে। আমির হোসেন আমু বলেন, আমাদের সংবিধানের ১২ নম্বর অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশের সব নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মকে ব্যবহার করা যাবে না। প্রত্যেক নাগরিক তার নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্ম পালন, চর্চা ও প্রচার করতে পারবে। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। ১৪ দলের জোট সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘দুঃখের বিষয় কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মকে ব্যবহার করে মানুষকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে। আপনারা সুফিবাদীরা সতর্ক থাকবেন, এখনো এই ধর্ম ব্যবসায়ীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’ শাহ সুফি সাইয়েদ আলম নূরী আল সুরেশ্বরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। পীরজাদা সৈয়দ মনোয়ার হোসেন রেজভিসহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ সেমিনারে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর