রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমারকে গণতন্ত্রে ফিরতে হবে

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারকে গণতন্ত্রে ফিরতে হবে

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মিয়ানমারকে অবশ্যই গণতন্ত্রে ফিরতে হবে। এটিই দেশটিকে ঘিরে থাকা দুঃস্বপ্ন থেকে বাঁচার একমাত্র পথ।’ গতকাল কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে তিনি এসব কথা বলেন। সূত্র : দ্য গার্ডিয়ান। মিয়ানমারের সেনাবাহিনী গত বছরের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এতে হাজার হাজার লোক নিহত হয়েছেন। আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমারের এ সংকট প্রাধান্য পেয়েছে। জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘মিয়ানমারের বর্তমান পরিস্থিতি দেশটির জনগণের জন্য অন্তহীন দুঃস্বপ্ন বয়ে এনেছে। যা সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শোনার, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার এবং অবিলম্বে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।’ গুতেরেস বলেন, জান্তা সরকারের সঙ্গে শান্তি পরিকল্পনা হওয়া জরুরি। মিয়ানমারের বিশৃঙ্খল পরিস্থিতির অবসানের লক্ষ্যে গত বছর এপ্রিলে জান্তা সরকারকে পাঁচ দফা ঐকমত্যের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মিয়ানমারের জেনারেলরা তা প্রত্যাখ্যান করেছেন।

সর্বশেষ খবর