শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা চাই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা চাই : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে রাজনৈতিক সুস্থিতি ও গণতান্ত্রিক ধারা গতিময় করতে সংকল্পবদ্ধ। তিনি বলেন, আমরা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী গতকাল বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটানা ১৪ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে। উন্নয়নের এ অর্জন ধরে রেখে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবই।

দীর্ঘ প্রায় সাত বছর পর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা চিকিৎসক পরিষদের এ সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই গত ১৪ বছরে স্বাচিপের সাংগঠনিক কর্মকান্ড, করোনার দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন-অগ্নিসন্ত্রাসের ওপর তৈরি একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। নৌকার আদলে তৈরি দৃষ্টিনন্দন বিশাল মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পান্থপথে নির্মিতব্য স্বাচিপের নিজস্ব কার্যালয়ের ভিতপাথর স্থাপন করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে অন্তত তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। কিন্তু এখনো কিছু খুনি রয়ে গেছে। আমেরিকায় এক খুনি রয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আমরা বারবার চেষ্টা করছি; যেহেতু তার ফাঁসির আদেশ হয়েছে তাই আমেরিকা সেই খুনিকে লালনপালন করছে। অবশ্যই আমেরিকার কারবারই এরকম।

পালিয়ে থাকা বঙ্গবন্ধুর সব খুনিকে ফিরিয়ে আনা হবে জানিয়ে সরকারপ্রধান বলেন, কোনো হত্যাকান্ড হলে আমার কাছে যখন বিচারের দাবি করে, তখন আমার মনে হয় আমার বাবা-মা-ভাইদের হত্যার বিচার পেতে ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে। আমার বিচার চাওয়ার কিংবা মামলা করারও অধিকার ছিল না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কিছু খুনি এখনো পালিয়ে আছে। খুনিদের একজন কানাডায়, একজন আমেরিকায় আর দুজন পাকিস্তানে। আরেকজনের খবর পাওয়া যাচ্ছে না, সে কখনো ভারতে, কখনো জার্মানিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে খুনি মোসলেহ উদ্দিন। তার পরও আমাদের প্রচেষ্টা আছে যে পৃথিবীর যেখানেই থাক যেভাবেই হোক এদের (খুনি) ধরে এনে সাজা অবশ্যই আমরা নিশ্চিত করব ইনশা আল্লাহ। আর সেটাই আমি চাই।

পশ্চিমা বিশ্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এখানে এক ড্রাগ ডিলারকে পুলিশ বারবার ধরতে গেছে; তখন পুলিশের ওপর হামলা করেছে, র‌্যাব ধরতে গেছে হামলা করেছে। ১৪টা মামলার আসামি ড্রাগসহ সে ধরা পড়ে। ধরা পড়ার সময় সে পুলিশ ও র‌্যাবের ওপর গুলি চালায়। তারপর সেও গুলি খেয়ে মারা যায়। তার জন্য আমাদের দেশের কিছু লোক বিভিন্ন জায়গায় তদবির করে বেড়ায়। অথচ এই ড্রাগ ডিলারদের খোঁজ আনতে গিয়ে, ধরতে গেলে আমাদেরই একজন এয়ারফোর্সের অফিসারকে ড্রাগ ডিলাররা অপহরণ করে নিয়ে যায় এবং অত্যন্ত নির্মমভাবেই তাকে হত্যা করে। এটা মাত্র কিছুদিন আগের ঘটনা। বাংলাদেশের কয়েকজনের ওপর আমেরিকার স্যাংশন দেওয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে (এয়ারফোর্স অফিসার হত্যা) এদের কোনো উদ্বেগ নেই। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ নেই। যারা ওই আমাদের ওপর স্যাংশন দেয় আমেরিকা তাদেরও কোনো উদ্বেগ নেই। কেমন একটা অদ্ভুত বিশ্ব পরিস্থিতি! আমার কাছে অবাক লাগে। ‘ব্যাংকে টাকা নেই’- এমন গুজবে কান দিয়ে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এতে তো চোর সুযোগ পাবে। চোর ওই ঘরে যাবে। চোরকে সুযোগ দেবেন নাকি ব্যাংকেই টাকা রাখবেন সেটা ভাবা উচিত। রিজার্ভ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, কিছুদিন আগে শুনলাম আমাদের দেশের সবাই রিজার্ভ নিয়ে পারদর্শী হয়ে গেছেন। গ্রামে গ্রামে, মহল্লায়ও এটা নিয়ে আলোচনা হচ্ছে। তিন মেয়াদে আমরা ক্ষমতায়, অন্তত এটুকু দাবি করতে পারি, এই ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ কোনো দিন ঋণখেলাপি হয়নি। তিনি বলেন, রিজার্ভ মানে আপৎকালীন তিন মাসের খাদ্য আমদানির মতো টাকা থাকা। বর্তমান রিজার্ভ দিয়ে আমরা পাঁচ মাসের বেশি সময়ের জন্য আমদানি করতে পারব। তিনি বলেন, খালেদা জিয়ার সরকার রিজার্ভ যেখানে রেখে গেছে, তার চেয়ে বাড়িয়েছি। কিন্তু করোনায় পানির মতো টাকা খরচ করেছি, সেটা নানা কাজে খরচ করেছি, মানুষের প্রয়োজনে। এখন খাদ্য কিনতে হচ্ছে। মানুষের যেগুলো ভোগ্যপণ্য, সেগুলো নিয়ে যাতে সমস্যায় পড়তে না হয় যার জন্য রিজার্ভ কমেছে। শুধু আমাদের নয়, অনেক দেশের রিজার্ভও কমেছে। জনগণের কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, রিজার্ভ কেন রাখা হয়? দুর্যোগ-দুর্বিপাকে যেন খাদ্য কেনা যায়। আমাদের এখন যে রিজার্ভ তা দিয়ে তিন মাস নয়, পাঁচ মাস আমদানি করা যাবে, খাদ্য কেনা যাবে। তবে আমি বলব, খাদ্যপণ্য যাতে আমদানি করতে না হয় সেজন্য সবাইকে উৎপাদনমুখী হতে বলব। চিকিৎসকদেরও আহ্বান জানাই- জমিজমা তো কিছু আছে। ফেলে না রেখে চাষ করেন। কিছু উৎপাদন করেন; যাতে আমরা নিজেদের চাহিদা মিটিয়ে অন্যদেরও দিতে পারি। প্রধানমন্ত্রী বলেন, করোনা সারা বিশ্বকে অর্থনৈতিক মন্দায় ফেলে দিয়েছে। বাংলাদেশে আমরা আমাদের অর্থনীতির গতি ধরে রাখতে পেরেছি। ২০০৮ সালে বলেছিলাম রূপকল্প ২০২১ বাস্তবায়ন করব। এরই মধ্যে সেটা বাস্তবায়ন করে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের উন্নয়নের গতি-প্রবৃদ্ধি আমরা ৮ শতাংশে উন্নীত করেছি। করোনা এসে সেটা বাধাগ্রস্ত করে দেয়। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিভিন্ন পণ্যের দাম অনেক বেড়ে গেছে। পরিবহন খরচও বেড়েছে। যার কারণে অতিরিক্ত বা অসহনীয় পর্যায়ে দাম উঠে গেছে। এজন্য আমি কৃচ্ছ্রসাধনের জন্য অনুরোধ করেছি। সবাইকেই সাশ্রয়ী হওয়া একান্ত দরকার। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে সবাইকে সাশ্রয়ী হতে হবে। আমরা কেউ অপচয় করব না। আর আমাদের যেন আমদানি করতে না হয়, আমাদের খাদ্য যেন আমরা উৎপাদন করতে পারি- সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। আমরা শুধু নিজেদের চাহিদা মেটাব না, অন্য দেশকেও যেন সাহায্য করতে পারি সেদিকে লক্ষ রাখতে হবে।

স্বাস্থ্যসেবার উন্নতিতে ‘অনেকের চক্ষু চড়কগাছ’ : দেশের স্বাস্থ্যব্যবস্থার অভূতপূর্ব উন্নতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যারা একটু অর্থশালী, হাঁচি-কাশি দিলেই দৌড়ায় বিদেশে। করোনায় তো যেতে পারেনি। তখন বাধ্য হয়েছে আমাদের এখানে চিকিৎসা নিতে। সবচেয়ে বড় কথা ভ্যাকসিন। পৃথিবীর অনেক উন্নত ও ধনী দেশ ভ্যাকসিন বিনামূল্যে দেয়নি। আমরা দিয়েছি। করোনায় হাসপাতালে গিয়ে আমাদের বড়লোক রোগী, যারা বাধ্য হয়ে চিকিৎসাসেবা নিতে গেছেন, যাওয়ার পর অনেকের চক্ষু চড়কগাছ! তারা বলছেন, আমাদের দেশে এত সুন্দর হাসপাতাল আছে! এত ভালো সেবা দেয়? এজন্য আমাদের ডাক্তার-নার্সদের ধন্যবাদ জানাই, তারা করোনায় নিরলস সেবা দিয়েছেন। তার পরও যাদের টাকা আছে তারা তো বিদেশ যাবেই। এ সময় করোনার টিকা বিশেষ করে সবাইকে বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ১৪ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ১২ জনকে করোনার প্রথম ডোজ, ১২ কোটি ৫৩ লাখ ৯ হাজার ৯ জনকে দ্বিতীয় ডোজ এবং ৫ কোটি ৮৮ লাখ ৮২ হাজার জনকে বুস্টার ডোজ দিয়েছি। এতে দেখা যাচ্ছে বুস্টার ডোজ এখনো অনেকে নেননি। আমি প্রত্যাশা করি, বুস্টার ডোজসহ সবাই করোনার ভ্যাকসিন নেবেন। যারা এখনো নেননি নিয়ে নেবেন। আর নেবেন না কেন, আমরা তো বিনামূল্যে দিচ্ছি। হাসতে হাসতে তিনি বলেন, যারা নেননি তাদের ফাইন করব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারের স্বাস্থ্যসংক্রান্ত যাবতীয় সাফল্য ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, শুনতে পাই আমরা নাকি কিছুই করিনি। মানুষও সব ভুলে যায়। এজন্য যখন যে সেক্টরে যাই, সে সেক্টরে যা করেছি মানুষের কাছে তুলে ধরি। তিনি বলেন, জাতির পিতা চেয়েছেন চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। আমরা সেভাবেই সব ব্যবস্থা নিয়েছি। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি যেভাবে অত্যাচার করেছে, সেটা ১৯৭১ সালের হানাদার বাহিনীর অত্যাচারকেও হার মানায়। এখনো অনেক নারী নির্যাতনের শিকার হন। সেসব নারীর স্বাস্থ্যসেবার জন্য আমরা সুব্যবস্থা করেছি। আইনি সহায়তারও ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডের পরই ইতিহাস বিকৃতি শুরু হয়। বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার চেষ্টা হয়। বঙ্গবন্ধুর ভাষণ ও জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ হয়ে যায়। অবৈধভাবে হত্যা-ক্যু- ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা হয়। জাতির পিতার করে দেওয়া সংবিধানও ক্ষতবিক্ষত করা হয়। তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের ভোটের অধিকার ছিল না। জিয়াউর রহমান তাদের ভোটের অধিকার ও রাজনীতি করার সুযোগ দেয়। জাতির পিতার হত্যাকারীদেরও বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল। পরবর্তীতে জেনারেল এরশাদ ও খালেদা জিয়া একই পদাঙ্ক অনুসরণ করে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করে, এটাই জাতির জন্য দুর্ভাগ্য।

সর্বশেষ খবর