বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বিস্ময়

এস আলম গ্রুপ নিয়ে ডেইলি স্টারে প্রকাশিত সংবাদকে অসত্য বলেছেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বিস্ময়

ভিডিও দেখতে কিউআর কোড স্ক্যান করুন

এস আলম গ্রুপের সম্পদ মূল্যায়ন নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) উদ্ধৃত করে ডেইলি স্টারে প্রকাশিত সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। তারা পৃথকভাবে বলেছেন, ‘ডেইলি স্টারের মতো পত্রিকার কাছে এ রকম অসত্য সংবাদ প্রত্যাশিত ছিল না।’

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোন করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন- ‘ডেইলি স্টারের সংবাদ পড়ে ‘আই অ্যাম সারপ্রাইজড’। আমি বিস্মিত। এ ধরনের কোনো নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেননি। আমিও চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) কোনো কথা বলিনি। কোনোভাবেই ডেইলি স্টারের মতো একটি পত্রিকার কাছে এমন অসত্য সংবাদ প্রত্যাশিত ছিল না।’ ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে ডেইলি স্টারে একটি চিঠি (ইংরেজিতে) পাঠানো হয়। এতে বলা হয়-‘প্রিয় জনাব সম্পাদক, ৬ ডিসেম্বর ডেইলি স্টার-এ প্রকাশিত ‘এস আলম গ্রুপের সম্পদ অনুসন্ধান কর’ শীর্ষক সংবাদ আমাদের নজরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মুখ্য সচিব আহমদ কায়কাউসের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য ও অতিরঞ্জিত; কারণ এস আলম গ্রুপের সম্পদ খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসককে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সংবাদটি প্রকাশের আগে ডেইলি স্টার মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেনি। চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে ডেইলি স্টার যোগাযোগ করলে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ওরকম কোনো নির্দেশনা পাননি। এ বিষয়ে জেলা প্রশাসক তাঁর অধস্তনদেরও কোনো নির্দেশনা দেননি। তা সত্ত্বেও আপনার পত্রিকা মিথ্যা সংবাদটি ছেপেছে যা খুবই শঙ্কাজনক ও অসদুদ্দেশ্যপ্রণোদিত। মনে হয় তথাকথিত সূত্রগুলোর কল্পনা ও বক্তব্যের ভিত্তিতে ইচ্ছাকৃতভাবে সংবাদটি তৈরি করা হয়েছে। আপনার পত্রিকার এ ধরনের মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশাকরি ডেইলি স্টার ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের সময় নির্ভুল ও বিশ্বাসযোগ্য তথ্য ব্যবহার করবে। মেহেরবানি করে প্রতিবাদলিপিটি আগামীকাল ৭ ডিসেম্বর যথাযথভাবে প্রকাশ করুন। ধন্যবাদ।’ এদিকে কোনো শিল্প গ্রুপের সম্পত্তি বা জায়গাজমির খোঁজ নেওয়ার জন্য কাউকে লিখিত কিংবা মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। গতকাল বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকাল চিফ রিপোর্টার অব ডেইলি স্টার মি পার্থ আমাকে ফোন করেছেন। আমি তাকে ক্লিয়ারলি বলেছি এস আলম কেন, কোনো শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী বা ব্যবসায়ী সম্পর্কে কোনো ধরনের খোঁজখবর নেওয়া হচ্ছে না। সেটা জমিজমা হোক, সম্পত্তি হোক। খোঁজখবর নেওয়ার জন্য লিখিত বা মৌখিক হোক কোনো নির্দেশনা আমাদের ওপর আসেনি। কেউ দেননি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কেউ বলেননি। ভূমি মন্ত্রণালয় থেকেও কেউ বলেননি। কিংবা সরকারি অন্য কোনো দফতর থেকেও কোনো গ্রুপের সম্পদ বা কোনো কিছুর বিষয় নিয়ে খোঁজখবর নিতে বলা হয়নি। এ বিষয় নিয়ে লিখিত কিংবা মৌখিক কোনো আদেশ আমাদের কাছে আসেনি। আমরাও কাউকে এ ধরনের আদেশ-নির্দেশ দিইনি। এটি ডেইলি স্টার কীভাবে লিখেছে, তারা ভালো জানে। কোন জায়গা থেকে তথ্য পেয়েছে। আমাদের পক্ষ থেকেও লিখিত বা মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি।’ উল্লেখ্য, গতকাল ডেইলি স্টার-এ প্রোব এস আলম গ্রুপ অ্যাসেটস পিএম অর্ডারস এমিড এলিগেশন অব ওভারভ্যালুয়েশন অব ল্যান্ড’ (Probe S Alam Group assets PM orders amid allegation of overvaluation of land) শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

সর্বশেষ খবর