রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্যবসা-বাণিজ্যে ক্ষতি এড়াতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্যে ক্ষতি এড়াতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে

মো. জসিম উদ্দিন

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, সবাইকে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সভাসমাবেশ ও আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। জনসাধারণের চলাফেরা ও কাজকর্মে ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি পালন করা ঠিক হবে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে আমি রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার অনুরোধ করছি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।  এফবিসিসিআই সভাপতি বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাব কাটিয়ে ওঠার আগেই ইউক্রেনে রাশিয়ার শুরু হওয়া আগ্রাসনের কারণে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে গেছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় শিল্পের কাঁচামাল ও জ্বালানি আমদানি বন্ধ হওয়ার উপক্রম। সব মিলিয়ে আমাদের (ব্যবসায়ী) অবস্থা খুব খারাপ। তিনি বলেন, গ্যাসের অভাবে ঠিকমতো কলকারখানা চালাতে পারছি না। অধিকাংশ সময় জেনারেটর দিয়ে কারখানা চালাতে গিয়ে উৎপাদন খরচ বেড়ে গেছে। এর মধ্যে যদি আবার রাজনৈতিক দলগুলোর কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাহলে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি আরও বেড়ে যাবে।

মো. জসিম উদ্দিন বলেন, যে কোনো ধরনের কর্মসূচি পালনের আগে জনসাধারণের শান্তিশৃঙ্খলা ও স্বাভাবিক চলাচলের বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। হরতাল, জ্বালাও-পোড়াও দেশের মানুষ আর এখন সহ্য করবে না। সাধারণ মানুষের জীবন-জীবিকা ও ভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোর সভাসমাবেশের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কর্মসূচি পালন না করে সবার জন্য একটি নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করা উচিত। এফবিসিসিআই সভাপতি বলেন, পুরনো সব হিসাব-নিকাশ বাদ দিয়ে বর্তমান সময় ও পরিস্থিতি বিবেচনা করে কীভাবে দেশকে আরও এগিয়ে নেওয়া যায়, সে চেষ্টা করতে হবে রাজনৈতিক দলের নেতাদের। তাহলেই দেশ অনেক দূর এগিয়ে যাবে। মো. জসিম উদ্দিন বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। দিন আনে দিন খায় মানুষের কাজ বন্ধ থাকছে। এসব মানুষের কথা ভেবে কর্মসূচি পালন করতে হবে। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হলে সেটা সবার জন্য খুব খুশির খবর। এখন সবাইকে সেই স্থিতিশীলতা বজায় রেখে কর্মসূচি পালন করার অনুরোধ করছি।

সর্বশেষ খবর