সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইতিহাস গড়লেন হুগো লরিস

ক্রীড়া প্রতিবেদক

১৯৮২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইতালি। ১৯৩৮ সালের পর ইতালি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ৪৪ বছর পর। ১৯৮২ সালে আজুরিরা তৃতীয় বিশ্বকাপ জিতেছিল গোলরক্ষক দিনো জফের নেতৃত্বে। শুধু জফ নন, গোলরক্ষক অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন ১৯৩৪ সালে ইতালির জিয়ানপেইরা কোমবিও। অবশ্য ২০১০ সালে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল ইকার ক্যাসিয়াসের নেতৃত্বে। ২০১৮ সালে তিন গোলরক্ষক অধিনায়ককে স্পর্শ করেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। এবার টানা দ্বিতীয়বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন লরিস। চ্যাম্পিয়ন হলে তিনি একমাত্র গোলরক্ষক অধিনায়ক হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ড গড়বেন। অবশ্য গোলরক্ষক হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ে রেকর্ড রয়েছে একজনের। ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের গোলরক্ষক গিলমার নেভেস। টানা বিশ্বকাপ জয়ের রেকর্ড ব্রাজিল ও ইতালির। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপ জিতেছিল। ব্রাজিল জয় পায় ১৯৫৮ ও ১৯৬২ সালে। দুই দলেরই দুই আসরে অধিনায়ক ছিলেন ভিন্ন। ৫৮ সালে চ্যাম্পিয়ন ব্রাজিলের অধিনায়ক ছিলেন হিলদারাদো বেলিনি। ৬২ সালের বিশ্বকাপে খেললেও অধিনায়ক ছিলেন আরেকজন। লরিস গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার দুর্দান্ত খেলছেন। দুর্দান্ত খেলছে ফ্রান্সও।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর