সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র দফতর

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরে বৃহস্পতিবার এক বৈঠকে এ উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। শাহীনবাগে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনায় রাষ্ট্রদূত আতঙ্কিত হয়ে বিষয়টি সঙ্গে সঙ্গে তার সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে গত বুধবার মায়ের ডাকের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক নির্দিষ্ট সময়ের আগেই শেষ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। ‘প্রতিবাদকারীদের’ কারণে রাষ্ট্রদূতের বৈঠক বিঘিœত হয়। রাষ্ট্রদূত যে ভবনে অবস্থান করছিলেন তারা সেখানে ঢোকার চেষ্টা করেছিলেন। এ ছাড়া কিছু প্রতিবাদকারী রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ফেলেছিলেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন, আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কাছে তুলেছি। মুখপাত্র আরও বলেন, মানবাধিকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রে আছে। এ কারণে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয় এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক করে। গত কয়েক বছরে মায়ের কান্নার কাছে যুক্তরাষ্ট্র দূতাবাস কোনো তথ্য পায়নি। ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পূর্বনির্ধারিত বৈঠকটিতে শাহীনবাগের ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তার প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে শাহীনবাগের ঘটনার পর পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের বিষয়টি ঢাকাকে স্পষ্ট করেই জানানো হয়েছে। জানা যায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বুধবার সকালে গিয়েছিলেন ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাসায়। সেখান থেকে বেরিয়ে এলে রাস্তার ওপর থাকা কিছু লোক তাকে ঘিরে হট্টগোল করে। পরে তার নিরাপত্তায় দায়িত্বরত ও থানা পুলিশ সদস্যদের সহায়তায় গাড়িতে উঠে চলে যান।

সর্বশেষ খবর