সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপির পাঁচ শূন্য আসনে ভোট ১ ফেব্রুয়ারি

পরে ঘোষণা হবে সংরক্ষিত আসনের তারিখ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ছয়টি আসনের মধ্যে পাঁচ সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২
আসনের উপনির্বাচনে ১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপনির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৮ জানুয়ারি বাছাইয়ের   পর ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ১ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে ইভিএমে। ভোট পর্যবেক্ষণে সিসি ক্যামেরা থাকবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব। গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেওয়ার পরদিন তারা সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে ছয়জনের আসন শূন্য ঘোষণা করে গত ১১ ডিসেম্বর রাতেই গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এ ছয়জন হলেন : জাহিদুর রহমান, মো. মোশারফ হোসেন, জি এম সিরাজ, মো. আমিনুল ইসলাম, আবদুস সাত্তার ভূঞা ও রুমিন ফারহানা।
তাদের মধ্যে প্রথম পাঁচজনের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হলো। রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-৫০) ভোট তারিখ এই পাঁচ আসনের ফয়সালা হওয়ার পর ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের।
এদিকে বিএনপির ওই ছয় সংসদ সদস্যের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের পদত্যাগপত্রও স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু স্ক্যান করা সই ও ই-মেইলে পাঠানো ওই পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে। তিনি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে নিজের স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেবেন বলে বিএনপির পদত্যাগীরা জানিয়েছেন।
রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার : ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে বগুড়া জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার পীরগঞ্জ, ঠাকুরগাঁও। বগুড়া-৪ আসনের উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নন্দীগ্রাম ও কাহালুর উপজেলা নির্বাহী অফিসারকে। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারকে।  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারকে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা নির্বাচন অফিসার এবং ভোলাহাট ও নাচোল উপজেলা নির্বাচন অফিসারকে।

সর্বশেষ খবর