সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পেলের শেষ বিদায় হবে প্রিয় ক্লাবেই

ক্রীড়া ডেস্ক

পেলের শেষ বিদায় হবে প্রিয় ক্লাবেই

সান্তোস এফসির ভিলা বেলমিরো স্টেডিয়াম

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেকে শেষ বিদায় জানাবেন আজ ভক্তরা। ব্রাজিলের সাও পাওলো শহরের ঠিক বাইরে অবস্থিত সান্তোস এফসির মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে ভক্তরা ফুল দিয়ে শেষ বিদায় জানাবেন ফুটবলের রাজাকে। আজ স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) শুরু হবে পেলের শেষ বিদায় অনুষ্ঠান। শেষ হবে কাল সকাল ১০টায়।

পেলের প্রিয় ক্লাব সান্তোস এফসি। এ ক্লাবের জার্সিতেই খেলেছেন ১৯৫৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত। এ ক্লাবের জার্সিতে গোল করেছেন ৬৪৩টি। ট্রফি জিতেছেন ২৫টি। সান্তোসের মাঠেই পেলেকে খেলতে দেখে মুগ্ধ হয়েছে ফুটবল দুনিয়া। প্রিয় ক্লাবের মাঠেই শেষ বিদায় জানানো হবে পেলেকে। ফুটবলের রাজার লাশ থাকবে এখানে। তার ভক্তরা আসবেন শেষ দেখা দেখতে। সারা দুনিয়া থেকেই পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যাবেন অনেকে। সাবেক তারকা ফুটবলাররা যাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরাও থাকবেন। আর যাবেন সাধারণ ভক্তরা। এরপর পেলের লাশ সান্তোসের মেমোরিয়াল নিক্রোপোল একুমেনিকা কবরস্থানে দাফন করা হবে। কবর দেওয়ার সময় শুধুমাত্র পেলের পরিবারের সদস্যরাই থাকতে পারবেন। দুই বছর আগে দিয়েগো ম্যারাডোনা চলে গেছেন পৃথিবী ছেড়ে। এবার চলে গেলেন পেলেও। গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান তিনি। ফুটবলের দুই মহাতারকার বিদায়ে চারদিকেই শূন্যতা। পেলের বিদায়টা ব্রাজিলিয়ানদের জন্য তো বটেই, পুরো ফুটবল দুনিয়ার জন্যই ছিল চরম এক দুঃসংবাদ। তার বিদায়ে স্বজন হারানোর বেদনায় কাঁদছেন ব্রাজিলিয়ানরা। কাঁদছেন ফুটবলপ্রেমীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর