ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, ২০২৩ সালে সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সরকার উদার আর বিরোধী দল সহনশীল হলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকে অনিয়মসহ আরও কিছু বিষয় রয়েছে। কিন্তু আশার কথা হচ্ছে এর মধ্যেই রেকর্ড সংখ্যক রপ্তানি করেছে দেশ। আগের তুলনায় রেমিট্যান্সও বেড়েছে। ডলার সংকট, অর্থনৈতিক সংকট অনেকটাই মোকাবিলা করেছে সরকার। দ্রব্যমূল্য স্থিতিশীল না হলেও কমার দিকে, এটি শুভ সংবাদ। এত কিছুর পরও ব্যাংকে অনিয়ম, কিছু ক্ষেত্রে দুর্নীতি, অদক্ষতা ও আইনি সংস্কার কাঠামোর অভাব অর্থনৈতিক খাতকে বিপর্যস্ত করছে। সরকার সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়ে এসব মোকাবিলা করতে পারলে অর্থনৈতিক সচ্ছলতা আরও বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক এ চেয়ারম্যান বলেন, প্রায় ১৭ কোটি মানুষের দেশে যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে, বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও অস্থিরতা যেখানে বিরাজমান, এটা সামাল দেওয়া অনেকটাই কষ্টসাধ্য। তাই শুধু সরকার নয়, জনগণসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতির উষ্ণতা, অস্থিরতা আর শঙ্কার যে ভাব রয়েছে তা কাটিয়ে তোলা গেলে আমাদের অর্থনীতি ভালো হবে, সামাজিক নীতি ভালো হবে, রাজনীতিও ভালো হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও সহনশীল আর ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ কে আজাদ চৌধুরী বলেন, আমরা এমন অবস্থায় ফিরতে চাই, যেখানে সবার আস্থা থাকবে এবং আগামী নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে এই আস্থার জায়গা তৈরিতে সরকারের অনেক বড় ভূমিকা পালন করতে হবে। আর বিরোধী দলকেও সহনশীল হতে হবে। সরকারের এক্ষেত্রে উদারতার পরিচয় দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে হবে। তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়েছি আমরা। কভিড-১৯, ডলার সংকট, জ্বালানি সংকট সব পেরিয়ে গেছি। এসব সমস্যা কাটিয়ে আমরা এখন উন্নতির দিকে যাচ্ছি। কিন্তু এর অর্থ এই নয় যে, বিপদ শেষ হয়ে গেছে। জনগণের আস্থা, বিরোধী দলের আস্থা, সরকারের দক্ষতা- এগুলো মিলে দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করতে হবে। তাহলেই আমরা আগামীর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।
শিরোনাম
                        - জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
 - ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
 - নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
 - বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
 - বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
 - ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
 - জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
 - বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
 - শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
 - শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
 - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
 - সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
 - সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
 - লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
 - প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
 - কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
 - আকবরের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা
 - মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত
 - সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
 - বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
 
সরকারকে উদার বিরোধীদের সহনশীল হতে হবে
-ড. এ কে আজাদ চৌধুরী
                        
                        
                                                     আকতারুজ্জামান
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর