ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, ২০২৩ সালে সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সরকার উদার আর বিরোধী দল সহনশীল হলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকে অনিয়মসহ আরও কিছু বিষয় রয়েছে। কিন্তু আশার কথা হচ্ছে এর মধ্যেই রেকর্ড সংখ্যক রপ্তানি করেছে দেশ। আগের তুলনায় রেমিট্যান্সও বেড়েছে। ডলার সংকট, অর্থনৈতিক সংকট অনেকটাই মোকাবিলা করেছে সরকার। দ্রব্যমূল্য স্থিতিশীল না হলেও কমার দিকে, এটি শুভ সংবাদ। এত কিছুর পরও ব্যাংকে অনিয়ম, কিছু ক্ষেত্রে দুর্নীতি, অদক্ষতা ও আইনি সংস্কার কাঠামোর অভাব অর্থনৈতিক খাতকে বিপর্যস্ত করছে। সরকার সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়ে এসব মোকাবিলা করতে পারলে অর্থনৈতিক সচ্ছলতা আরও বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক এ চেয়ারম্যান বলেন, প্রায় ১৭ কোটি মানুষের দেশে যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে, বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও অস্থিরতা যেখানে বিরাজমান, এটা সামাল দেওয়া অনেকটাই কষ্টসাধ্য। তাই শুধু সরকার নয়, জনগণসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতির উষ্ণতা, অস্থিরতা আর শঙ্কার যে ভাব রয়েছে তা কাটিয়ে তোলা গেলে আমাদের অর্থনীতি ভালো হবে, সামাজিক নীতি ভালো হবে, রাজনীতিও ভালো হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও সহনশীল আর ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ কে আজাদ চৌধুরী বলেন, আমরা এমন অবস্থায় ফিরতে চাই, যেখানে সবার আস্থা থাকবে এবং আগামী নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে এই আস্থার জায়গা তৈরিতে সরকারের অনেক বড় ভূমিকা পালন করতে হবে। আর বিরোধী দলকেও সহনশীল হতে হবে। সরকারের এক্ষেত্রে উদারতার পরিচয় দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে হবে। তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়েছি আমরা। কভিড-১৯, ডলার সংকট, জ্বালানি সংকট সব পেরিয়ে গেছি। এসব সমস্যা কাটিয়ে আমরা এখন উন্নতির দিকে যাচ্ছি। কিন্তু এর অর্থ এই নয় যে, বিপদ শেষ হয়ে গেছে। জনগণের আস্থা, বিরোধী দলের আস্থা, সরকারের দক্ষতা- এগুলো মিলে দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করতে হবে। তাহলেই আমরা আগামীর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
সরকারকে উদার বিরোধীদের সহনশীল হতে হবে
-ড. এ কে আজাদ চৌধুরী
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর