ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, ২০২৩ সালে সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সরকার উদার আর বিরোধী দল সহনশীল হলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকে অনিয়মসহ আরও কিছু বিষয় রয়েছে। কিন্তু আশার কথা হচ্ছে এর মধ্যেই রেকর্ড সংখ্যক রপ্তানি করেছে দেশ। আগের তুলনায় রেমিট্যান্সও বেড়েছে। ডলার সংকট, অর্থনৈতিক সংকট অনেকটাই মোকাবিলা করেছে সরকার। দ্রব্যমূল্য স্থিতিশীল না হলেও কমার দিকে, এটি শুভ সংবাদ। এত কিছুর পরও ব্যাংকে অনিয়ম, কিছু ক্ষেত্রে দুর্নীতি, অদক্ষতা ও আইনি সংস্কার কাঠামোর অভাব অর্থনৈতিক খাতকে বিপর্যস্ত করছে। সরকার সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়ে এসব মোকাবিলা করতে পারলে অর্থনৈতিক সচ্ছলতা আরও বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক এ চেয়ারম্যান বলেন, প্রায় ১৭ কোটি মানুষের দেশে যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে, বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও অস্থিরতা যেখানে বিরাজমান, এটা সামাল দেওয়া অনেকটাই কষ্টসাধ্য। তাই শুধু সরকার নয়, জনগণসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতির উষ্ণতা, অস্থিরতা আর শঙ্কার যে ভাব রয়েছে তা কাটিয়ে তোলা গেলে আমাদের অর্থনীতি ভালো হবে, সামাজিক নীতি ভালো হবে, রাজনীতিও ভালো হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও সহনশীল আর ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ কে আজাদ চৌধুরী বলেন, আমরা এমন অবস্থায় ফিরতে চাই, যেখানে সবার আস্থা থাকবে এবং আগামী নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে এই আস্থার জায়গা তৈরিতে সরকারের অনেক বড় ভূমিকা পালন করতে হবে। আর বিরোধী দলকেও সহনশীল হতে হবে। সরকারের এক্ষেত্রে উদারতার পরিচয় দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে হবে। তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়েছি আমরা। কভিড-১৯, ডলার সংকট, জ্বালানি সংকট সব পেরিয়ে গেছি। এসব সমস্যা কাটিয়ে আমরা এখন উন্নতির দিকে যাচ্ছি। কিন্তু এর অর্থ এই নয় যে, বিপদ শেষ হয়ে গেছে। জনগণের আস্থা, বিরোধী দলের আস্থা, সরকারের দক্ষতা- এগুলো মিলে দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করতে হবে। তাহলেই আমরা আগামীর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল