ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, ২০২৩ সালে সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সরকার উদার আর বিরোধী দল সহনশীল হলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকে অনিয়মসহ আরও কিছু বিষয় রয়েছে। কিন্তু আশার কথা হচ্ছে এর মধ্যেই রেকর্ড সংখ্যক রপ্তানি করেছে দেশ। আগের তুলনায় রেমিট্যান্সও বেড়েছে। ডলার সংকট, অর্থনৈতিক সংকট অনেকটাই মোকাবিলা করেছে সরকার। দ্রব্যমূল্য স্থিতিশীল না হলেও কমার দিকে, এটি শুভ সংবাদ। এত কিছুর পরও ব্যাংকে অনিয়ম, কিছু ক্ষেত্রে দুর্নীতি, অদক্ষতা ও আইনি সংস্কার কাঠামোর অভাব অর্থনৈতিক খাতকে বিপর্যস্ত করছে। সরকার সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়ে এসব মোকাবিলা করতে পারলে অর্থনৈতিক সচ্ছলতা আরও বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক এ চেয়ারম্যান বলেন, প্রায় ১৭ কোটি মানুষের দেশে যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে, বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক মন্দা ও অস্থিরতা যেখানে বিরাজমান, এটা সামাল দেওয়া অনেকটাই কষ্টসাধ্য। তাই শুধু সরকার নয়, জনগণসহ সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতির উষ্ণতা, অস্থিরতা আর শঙ্কার যে ভাব রয়েছে তা কাটিয়ে তোলা গেলে আমাদের অর্থনীতি ভালো হবে, সামাজিক নীতি ভালো হবে, রাজনীতিও ভালো হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও সহনশীল আর ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ কে আজাদ চৌধুরী বলেন, আমরা এমন অবস্থায় ফিরতে চাই, যেখানে সবার আস্থা থাকবে এবং আগামী নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে এই আস্থার জায়গা তৈরিতে সরকারের অনেক বড় ভূমিকা পালন করতে হবে। আর বিরোধী দলকেও সহনশীল হতে হবে। সরকারের এক্ষেত্রে উদারতার পরিচয় দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে হবে। তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়েছি আমরা। কভিড-১৯, ডলার সংকট, জ্বালানি সংকট সব পেরিয়ে গেছি। এসব সমস্যা কাটিয়ে আমরা এখন উন্নতির দিকে যাচ্ছি। কিন্তু এর অর্থ এই নয় যে, বিপদ শেষ হয়ে গেছে। জনগণের আস্থা, বিরোধী দলের আস্থা, সরকারের দক্ষতা- এগুলো মিলে দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করতে হবে। তাহলেই আমরা আগামীর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
সরকারকে উদার বিরোধীদের সহনশীল হতে হবে
-ড. এ কে আজাদ চৌধুরী
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর